মিত্তির বাড়ি ধারাবাহিকে আসছে বড়সড় আপডেট। ছেলের বিয়ের পর ধ্রুবর বাবা অর্থাৎ শঙ্কর চক্রবর্তীর চরিত্রের জীবনে ফিরছে তাঁর প্রাক্তন প্রেমিকা। কী ঘটবে এবার মিত্তির বাড়িতে? কাকেই বা দেখা যাবে এই মেগার নতুন চরিত্রে?
আরও পড়ুন : পাকিস্তানের বিরুদ্ধে শতরান কোহলির! বর সেঞ্চুরি হাঁকাতেই ভাইরাল অনুষ্কার 'বিরাট' প্রতিক্রিয়া
মিত্তির বাড়ি ধারাবাহিকের আপডেট
জানা গিয়েছে শঙ্কর চক্রবর্তীর চরিত্রের যে প্রেমিকার এন্ট্রি হতে চলেছে মিত্তির বাড়িতে সেখানে দেখা যাবে অভিনেত্রী মধুরিমা চক্রবর্তীকে। তিনি বর্তমানে বাংলার ছোট পর্দার অতি পরিচিত মুখ। তাঁকে দর্শকরা শেষবার রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে দেখেছিলেন। স্টার জলসার সেই মেগায় কিছুদিন কাজ করার পরই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। শ্যুটিং করতে করতেই শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হতে হয় তাঁকে হাসপাতালে। আর এটার পরই তিনি চিকিৎসকের পরামর্শ মেনে সরে আসেন এই ধারাবাহিক থেকে। বর্তমানে বিরতিতে আছেন মধুরিমা। তবে শীঘ্রই সেটা কাটিয়ে শ্যুটিং ফ্লোরে ফিরবেন তিনি।
আরও পড়ুন : অটিস্টিকদের ব্যঙ্গ! 'আলটপকা' মন্তব্য করতেই কটাক্ষে জেরবার, সুদীপ্তা বললেন, 'অজান্তেই দুঃখ দেওয়ায়...'
এদিন মিত্তির বাড়ির এই নতুন চরিত্র প্রসঙ্গে মধুরিমা চক্রবর্তী আনন্দবাজারকে জানিয়েছেন, 'শঙ্করদার প্রেমিকা ঈশিকার চরিত্রে আমি অভিনয় করব এখানে। যদিও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল প্রথম। আমার কাছে প্রথম যখন প্রস্তাব আসে আমি ভেবেছিলাম আদৃতের প্রেমিকার চরিত্রে অভিনয় করতে হবে। কিন্তু এখানে এসে ভুল বোঝার পর ভেবেছিলাম চরিত্রটা ছেড়ে দেব। তবে ঈশিকার চরিত্রটা ভীষণ গ্ল্যামারাস।'
প্রসঙ্গত মিত্তির বাড়ি ধারাবাহিকটি জি বাংলার পর্দায় দেখা যায়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন আদৃত রায়, পারিজাত চৌধুরী, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, শঙ্কর চক্রবর্তী, সোনালী চৌধুরী, প্রমুখ। প্রসঙ্গত এই ধারাবাহিক প্রথম থেকেই নজর কেড়েছে দর্শকদের। TRP তালিকায় সেরা দশের মধ্যেই থাকে পারিজাত-আদৃতের এই সিরিয়াল।
আরও পড়ুন : পায়ে ছয়টা সেলাই নিয়েও নাচ! অস্ত্রোপচার করিয়েই শ্যুটিং ফ্লোরে অদ্রিজা, কী হয়েছিল 'অনুপমা' অভিনেত্রীর?
আরও পড়ুন : ভারত - পাক ম্যাচের প্রভাব বক্স অফিসে? রবিবার আয় কমলেও ৩০০ কোটি পার ছাবার, কী হাল মেরে হাসবেন্ড কি বিবির?