মুক্তি পেয়েছে পথিকৃৎ বসুর 'শ্রীমান ভার্সেন শ্রীমতী'। যেখানে অঞ্জনা বসুর সঙ্গে একত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত ও মিঠুন চক্রবর্তী। এর আগে মিঠুনের ‘সন্তান’ দেখে কেঁদেছেন দর্শকরা। আর এবার দর্শকদের হাসাতে প্রস্তুত 'মহাগুরু'। ছবির গল্পটা কিন্তু বেশ মজার। বিষয়বস্তু যদিও স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ।
ছবির গল্পে ২৭ বছর ধরে চলা একটি ডিভোর্সের মামলায় বিচারক কিছুতেই রায় দিতে পারছেন না। অথচ যেভাবেই হোক ডিভোর্স চান স্ত্রী। তবে সুন্দরী স্ত্রীকে ডিভোর্স দিতে নারাজ স্বামী। আর এই কলহে ঢুকে পড়েন বউ-এর কলেজ বন্ধু। আর সম্প্রতি এই ছবির প্রচারেই ব্যস্ত জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা। সম্প্রতি ছবির বিষয় নিয়ে আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন মিঠুন।
মিঠুন চক্রবর্তী এখনও কি প্রেমে পড়েন বা অন্য কাউকে বিয়ে করতে কি ইচ্ছে করে? এই কথায়, মজা করে অভিনেতা বলেন, ‘আরে, আমার সময়ের ৯৮ শতাংশ নায়িকা আমার প্রেমে পাগল! এমন নায়ক পাবে কোথায়? বলিউড পুরো জ্বালিয়ে দিয়েছিলাম। ভালবাসতে বা প্রেমে পড়তে সমস্যা কোথায়?’ তবে ফের অভিনেতা বলেন, ‘যোগিতা আমার খুবই ভাল বৌ। ওকে ছাড়ার কোনও প্রশ্নই নেই।’
আরও পড়ুন-সকলে চেয়ারে বসে, মাটিতে বাবু হয়ে বসলেন 'মাটির মানুষ' অরিজিৎ, বন্ধুর দেখাদেখি মার্টিনও…