চলতি বছরের শুরুতেই বিয়ে করে চমকে দিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলার প্রাক্তন স্বামী, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। মেকআপ শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি। তাহসানের এই দ্বিতীয় বিয়ে নিয়ে কিছু কম চর্চা হচ্ছে না। কারণ, মিথিলার সঙ্গে দীর্ঘ দাম্পত্য ছিল সঙ্গীতশিল্পী তাহসানের। তাঁদের এক মেয়েও রয়েছে, আইরা। তবে তারপরও ২০১৭ সালে সেই বিয়ে ভেঙে যায়। পরে ২০১৯-এ এপার বাংলার সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। সেই বিয়ে নিয়েও চর্চা হয়েছিল। এই বিয়ে নিয়ে নিজের দেশের মানুষের সমালোচনার মুখেও পড়তে হয় সৃজিতপত্নীকে।
যদিও দ্বিতীয় বিয়ের পরও আইরার অভিভাবকত্ত্ব তাহসানের সঙ্গে মিলেই পালন করেছেন মিথিলা। এদিকে ২০২৫-এ নতুন বছরের শুরুতে হঠাৎ করে সঙ্গীত শিল্পী তাহসানের বিয়েতে বাংলাদেশের মানুষ চমকে গিয়েছে বৈকি। তবে এবার তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়েও সেই মিথিলাকেই কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। আবার সেদেশে সমালোচিত হচ্ছেন তাহসানের বর্তমান বউ রোজাও।
আরো পড়ুন-'উনি নিজেই তো সরস্বতী', তাঁকে ঈশ্বরের সঙ্গে তুলনা, কী বলছেন আশা ভোঁসলে?
অন্যদিকে আবার তাহসানের বিয়ের পর চর্চায় উঠে আসেন শিল্পীর বর্তমান স্ত্রী রোজার প্রাক্তন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রোজার প্রাক্তনের নাম ফায়েজ বেলাল। বাংলাদেশের বেশকিছু সংবাদমাধ্যমের কাছে তাহসানের নতুন বউ-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন প্রেমিক ফায়েজ। বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানিয়েছিলেন, রোজার সঙ্গে তাঁর দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিল। তাহসানের কারণেই তাঁদের সম্পর্ক ভেঙেছে বলেও অভিযোগ আনেন ফায়েজ। এমনকি রোজা আহমেদ মিথ্যেবাদী, তিনি তাঁর পড়াশোনা নিয়েও একাধিক মিথ্যে বলছেন বলেও দাবি করেন তাঁর প্রাক্তন ফায়েজ বেলাল।