নাম আদৃত রায়। 'মিঠাই' ধারাবাহিকে অভিনয় করার পর থেকে তিনি অনুরাগীদের কাছে তাঁদের প্রিয় 'উচ্ছেবাবু'। সম্প্রতি, ব্যক্তিগত জীবনে অবশ্য বান্ধবী, অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীকে বিয়ে করে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আদৃত রায়। তবে নতুন বউকে পেয়ে তিনি অনুরাগীদের ভোলেননি। আর তাইতো গোয়ায় মধুচন্দ্রিমা কাটাতে গিয়েই জানিয়েছিলেন ২৫ মে জন্মদিনে তিনি অনুরাগীদের সঙ্গে দেখা করবেন।
সেই কথা মতো আগের দিন কলকাতায় ফিরেই, পরের দিন ছুটে এসেছিলেন ভারতলক্ষ্মী স্টুডিওতে। কারণ সেখানেই হত 'মিঠাই'-এর শ্যুটিং। সেখানে আদৃতকে দেখতে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুরাগীরা। তাঁদের সকলের সঙ্গে জন্মদিনের কেক কেটেছিলেন, আবার অনেককে সেই কেক খাইয়েও দিয়েছেন আদৃত। তবে এরই মাঝে এক অনুরাগী তাঁর প্রিয় অভিনেতার জন্য যা করলেন, তা দেখে অনেকেই হয়ত অবাক হবেন!
সোশ্যাল মিডিয়া পেজ থেকেই জানা যাচ্ছে ওই মহিলা অনুরাগীর নাম মৌসুমী সাহা। তাঁকে ওইদিন ভারতলক্ষ্মী স্টুডিওতে ওয়াইপস দিয়ে আদৃতের ঘাম মুছিয়ে দিতে দেখা যায়। অভিনেতাও তখন অনুরাগীর কাণ্ডে সেখান থেকে সরে যেতে পারেননি। সেই ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই অনুরাগী। ক্যাপশানে অভিনেতার প্রশংসা করে লিখেছেন লম্বা একটা পোস্ট।
শুধু তাই নয়, মৌসুমী সাহা নামে এই অনুরাগীকে তাঁর আরও একটা পোস্টে আদৃতকে ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করতেও দেখা যায়। ওইদিন উপহার হাতেও হাজির হয়েছিল তিনি। আদৃতকে 'গোপাল' বলে নিজেকে 'যশোদা মা' আখ্যা দিয়েছেন ওই অনুরাগী। মৌসুমী সাহা নামে ওই অনুরাগীর পোস্ট থেকে জানা যাচ্ছে, তিনি আদৃত-কৌশাম্বির রিসেপশনেও নিমন্ত্রিত ছিলেন। আর তাতেই স্পষ্ট মৌসুমী সাহা নামে এই অনুরাগী টেলি দম্পতিরও বেশ কাছের।