সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন 'মিঠাই' অভিনেতা আদৃত রায়। পাত্রী কৌশাম্বি চক্রবর্তী। আদৃত-কৌশাম্বি এই মুহূর্তে নববিবাহিতা দম্পতি। তাই আপাতত তাঁদের নিয়েই চর্চা চলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তার বিভিন্ন ভিডিয়ো। মূলত ছোটপর্দার হাত ধরে আদৃত জনপ্রিয়তা পেলেও তাঁর কেরিয়ার শুরু হয়েছিল মূলত বড়পর্দার হাত ধরেই।
আদৃতের প্রথম ছবি ছিল ‘নূর জাহান’, যেটি কিনা ২০১৮ সালে মুক্তি পায়। ছবিতে নায়ক 'নূর'-এর চরিত্রে ছিলেন আদৃত, আর 'জাহান'-এর ভূমিকায় দেখা গিয়েছিল বাংলাদেশের পূজা চেরিকে। ছবির পরিচালক ছিলেন অভিমন্যু মুখোপাধ্যায়, আর ছবির প্রযোজনা করেছিল SVF। ছবির শ্যুটিং চলাকালীন ভয়ানক দুর্ঘটনা ঘটতে চলেছিল। জলে ডুবে মৃত্যু পর্যন্ত হতে পারত অভিনেত্রী পূজা চেরির। তবে সেদিন পূজার প্রাণ বাঁচিয়েছিলেন ছবির নায়ক 'নূর' অর্থাৎ আদৃত।
ঠিক কী ঘটেছিল সেদিন?
সঙ্গীতবাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছিলেন অভিনেতা আদৃত রায়। 'নূর' আদৃত বলেন, ‘নূর জাহান আমার ছবি, তাই সেই ছবির শ্যুটিংয়ের তেমন একটাও ঘটনা নেই, যেটা আমি ভুলে গিয়েছি।’
আদৃত ফের বলেন, ‘আমরা মুর্শিদাবাদে শ্যুট করছিলাম, একটা দৃশ্য ছিল 'জাহান' মানে পূজা জলে ঝাঁপ দেয়। আর সেসময় আমিই ওকে গিয়ে বাঁচাই। যদিও দৃশ্যটা আসলে ছিল জাহান-ই নূরকে বাঁচাবে। এদিকে পূজা একেবারই সাঁতার জানে না। শ্যুটিংয়ের সময় আমি দেখছি পূজা জলে ঝাঁপ দিয়েছে। এদিকে আসলে আমার ডায়ালগ ছিল বাঁচাও বাঁচও…। এদিকে ও জলে ঝাঁপানোর পর আমিও ঝাঁপিয়েছি, তখন দেখি ওই বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। এদিকে আমি অভিদার (পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়) দিকে তাকিয়ে বলছিস ও আমার ডায়ালগ কেন বলছে? তখন অভিদা বলছে, আরে নাহ, ও সত্যিই ডুবছে বাঁচা। তখন ওকে গিয়ে তুলি। তো ওই ঘটনাটা সত্যিই আমার ভীষণভাবে মনে আছে।’
প্রসঙ্গত ২০১৮তে 'নূর জাহান' ছাড়াও আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন আদৃত রায়। ২০১৯-এ ‘প্রেম আমার-২’তেও নায়কের চরিত্রে ছিলেন আদৃত। এছাড়াও ২০১৯-এ 'পরিঁণীতা' এবং 'পাসওয়ার্ড' ছবিতেও গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছিলেন আদৃত। তবে সিনেমার দুনিয়ায় সেভাবে সাফল্য আসেনি। তবে ২০২১ থেকে শুরু হওয়া জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পান আদৃত রায়।
এদিকে ব্যক্তিগত জীবনে ৯ মে বৃহস্পতিবার বান্ধবী কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেতা। কৌশাম্বির সঙ্গেও আদৃতের বন্ধুত্বের শুরু হয়েছিল 'মিঠাই'তে কাজ করার সময় থেকেই।