আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি কিলবিল সোসাইটি। সেখানেই প্রথমবার জুটি হিসেবে দেখা মিলবে কৌশানি মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের। এই ছবিতে তাঁদের একটি চুম্বন দৃশ্যও থাকবে। কিন্তু সেই চুম্বন দৃশ্যে আপত্তি ছিল কৌশানির প্রেমিক তথা অভিনেতা বনি সেনগুপ্তর! সেই প্রসঙ্গে কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: দিদি নম্বর ওয়ানে আসছেন সারেগামাপা বিজয়ী দেয়াশিনী! প্রতিযোগী না অতিথি হয়ে ধরা দেবেন দিদির মঞ্চে?
কিলবিল সোসাইটিতে চুম্বন দৃশ্য! কী বললেন কৌশানি?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে কৌশানি মুখোপাধ্যায় জানিয়েছেন তাঁর কাছে যখন সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবির অফার আসে তখনই পরিচালক তাঁকে জিজ্ঞেস করেছিলেন যে তাঁর অনস্ক্রিন চুম্বন দৃশ্যে আপত্তি আছে কিনা? প্রথমে হ্যাঁ বললেও, চিত্রনাট্য শোনার পর এই ছবির প্রস্তাব আর ফেরাতে পারেনি অভিনেত্রী। তাঁর কথায়, 'আমার এত বিরোধিতা পর্দায় লিপ কিস নিয়ে সেখানে চরিত্রটার জন্যই আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আমার অভিনীত সেরা চরিত্র এটা।'
কৌশানি আরও জানিয়েছেন এই লিপ কিস দৃশ্যের শ্যুটিংয়ের আগে ভয়ে তাঁর হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। পরমব্রত চট্টোপাধ্যায় যেহেতু এর আগে পর্দায় একাধিক অভিনেত্রীর সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন সেহেতু তাঁকে ইমরান হাশমি বলেও দাগিয়ে দেন কৌশানি। বলেন, 'ও তো দারুণ চুমু খায়। আমি সৃজিত দাকে বলেছিলাম এক টেকেই যেন এই দৃশ্যের শট নেওয়া হয়।'
চুম্বন দৃশ্য নিয়ে বনির আপত্তি
এর আগে কোনও ছবিতে বনির সঙ্গেও চুম্বন দৃশ্যে অভিনয় করেননি কৌশানি। তাঁদের সম্পর্কের পর এই প্রথম তিনি অনস্ক্রিন চুম্বন দৃশ্যে অভিনয় করলেন, সেটা নিয়ে খানিক আপত্তি ছিল বনির। কৌশানির কথায়, 'সঙ্গী হিসেবে যে কারও অসুবিধা হবে। একটা চ্যালেঞ্জ ছিলই এটা। সেটা অতিক্রম করতে হয়েছে। বাড়ি ফিরে একটা নিস্তব্ধ পরিস্থিতি ছিল। আসলে আমাদের এখানে চুমু খাওয়া একটা বিষয়। মুম্বইয়ে ব্যাপারটা কাপ কেকের মতো। খুব সহজ। বনির ব্যাপারটা বুঝতে, গ্রহণ করতে একটু সময় লেগেছে।' তবে কৌশানি এও জানিয়েছেন এখন ব্যাপারটা সহজ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: রূপাকে ভালোবাসে কৃষ্ণ জানতে পেরেই বড় পদক্ষেপ সোনার! কাকে বিয়ে করল সূর্য-দীপার মেয়ে?
আরও পড়ুন: 'গণতান্ত্রিকভাবে ধাপে ধাপে শিল্পীকে খুন করার পদ্ধতি', বিতর্কের আগুনে ঘি! ফের বিস্ফোরক পোস্ট কুণালের