'খাদান' নাকি 'সন্তান' এই লড়াই ছিল শুরু থেকেই। দেব-যিশু-ইধিকার 'খাদান' নাকি ঋত্বিক-মিঠুন-শুভশ্রীর ‘সন্তান’, এই লড়াইয়ে এগিয়ে যাবে কে? জানতে আগ্রহী ছিলেন সিনেপ্রেমীরা। গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ২টি ছবিই। মুক্তির পর বক্স অফিসে ৪ দিন কাটিয়ে ফেলেছে এই দুটো ছবি।
২৪ ডিসেম্বর, মঙ্গলবার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে মুক্তির চতুর্থদিনে 'খাদান'-এর ১০০টিরও বেশি শো হাউস ফুল। আর বাকি শোগুলিও অলমোস্ট ফুল। আর এজন্য দেবের প্রযোজনা সংস্থার তরফে দর্শকদের ধন্যবাদও জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘খাদান সত্যিই একটা বিস্ময় সৃষ্টি করেছে কারণ ৪ দিনের মাথায় ব্যস্ত সোমবারেও এটার ১০০ টিরও বেশি শো হাউসফুল/ বাকিগুলোও প্রায় ফুল! আপনাদের অপ্রতিরোধ্য ভালবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।’
আরও পড়ুন-'অনুপমা'তে বদলে যাচ্ছে 'রাহি', আলিশাকে সরিয়ে তাঁর জায়গা নিচ্ছেন বাঙালি অদ্রিজা
তবে এই মুহূর্তে কী পরিস্থিতিতে রয়েছেন রাজ-মিঠুন-শুভশ্রীর ‘সন্তান’? টলি বাংলার বক্স অফিসের ২৩ ডিসেম্বরের রিপোর্ট বলছে, রবিবার 'খাদান'-এর ৫৬টা শো প্রায় ফুল, আর ১১টা হাউসফুল ছিল। অন্যদিকে 'সন্তান'-এর ২০টা শো প্রায় ফুল, ৫টি শো হাউসফুল ছিল। এছাড়াও 'চালচিত্র'র ২টি শো প্রায় ফুল ছিল। ৫ নম্বর স্বপ্নময় লেন-এর ৪টি শো প্রায় ফুল ছিল।
তবে এখন প্রশ্ন এই দুটি ছবির বক্স অফিস কালেকশন কত? sacnilk.com-এর রিপোর্ট বলছে, মুক্তির ৪র্থ দিনে 'সন্তান'-এর কালেকশন ০.১২কোটি টাকা। চলুন দেখে নি সন্তান-এর ৪ দিনের দিনপ্রতি কালেকশন। ছবিটি বিশ্বব্যাপী ০.৮২ কোটি টাকা।
সন্তান বক্স অফিস
প্রথম দিন ০.১১ কোটি টাকা
দ্বিতীয় দিন ০.১৮ কোটি টাকা
তৃতীয় দিন ০.৩১ কোটি টাকা
চতুর্থ দিন ০.১২ কোটি টাকা
অন্যদিকে বক্স অফিস রিপোর্ট বলছে, খাদানের ৪র্থ দিয়ে আয় করেছেন ০.৫৭ কোটি টাকা। ৪ দিনে বিশ্বব্যাপী মোট আয় করেছে ৩.১৩ কোটি টাকা।
খাদান বক্স অফিস
প্রথম দিন ৬৮ লক্ষ টাকা
দ্বিতীয় দিন ৭৬ লক্ষ টাকা
তৃতীয় দিন ২.৫৬ কোটি টাকা
চতুর্থ দিন ০.৫৭ কোটি টাকা
অর্থাৎ এই তথ্য অনুযায়ী মুক্তির পর গত ৪দিনে বক্স অফিসে 'সন্তান'-এর থেকে প্রায় ৪ গুণ অনেকটা এগিয়ে গিয়েছে 'খাদান'। অর্থাৎ বলা ভালো, 'খাদান'-ই এখন দেবর অশ্বমেধের ঘোড়া। অন্যদিকে এই দুটি ছবির নিচে অনেকটাই পিছিয়ে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ও ‘চালচিত্র’। তবে এই দুটি ছবির বক্স অফিস কালেকশনও নেহাত মন্দ নয়।