বিয়ের মাত্র দেড় মাসের মাথায় মাকে হারান অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। ভালোবাসার মানুষ আদৃত রায়ের সঙ্গে যখন ঘুছিয়ে নিতে শুরু করেছিলেন সংসার, তখনই বয়ে যায় বড় ঝড়। মায়ের প্রথম জন্মবার্ষিকী। অর্থাৎ, এই প্রথম তিনি মাকে ছাড়াই পালন করলেন মায়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ভাসলেন আবেগে। কী লিখলেন অভিনেত্রী?
মায়ের দুটো ছবি শেয়ার করেন। প্রথমটি তাঁর মায়ের গত বছরের জন্মদিনে। একদম ঘরোয়া পোশাক পরেই কাটছেন তিনি কেক। পরের ছবিতে কৌশাম্বি আর তাঁর মা, যা তোলা হয়েছিল আইবুড়ো ভাতের সকালে।
আরও পড়ুন: ৫ দিনে বক্স অফিসে ১ কোটির গণ্ডি টপকাল কিলবিল সোসাইটি, নববর্ষে রেকর্ড আয়, মঙ্গলবার কত ঢুকল ঘরে
কৌশাম্বি এদিন মা-র উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে মা। আগের বছরও তোমার জন্মদিনে সকালে কাজে বেরিয়ে গেছিলাম। রাতে বাড়ি ফিরেছিলাম শুধু একটা কেক নিয়ে। তাও কি খুশি ছিলে তুমি! শুধু বলেছিলে, 'আজকে একটু তাড়াতাড়ি ফিরতে পারলি না'! জানতাম না বিশ্বাস করো, এই জন্মদিনটা এরকম হবে। কল্পনাও করতে পারিনি কখনো এরকম হতে পারে।’
‘হ্যাঁ হয়তো জড়িয়ে ধরে, আজকে তোমাকে বার্থ ডে উইশটা করতে পারলাম না, কিন্তু আমি জানি মা, তুমি আমার পাশেই আছ। সবসময় আছ, আর সবটা দেখছ। আর একগাল হাসছ। তোমার অপদার্থ মেয়েটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মা।’, আরও লেখেন কৌশাম্বি।
আরও পড়ুন: ‘শোনো না আরও…’, বরকে নিয়ে লিখলেন ইমন, দিলেন চুমুর ছবিও! কীভাবে হয় দুজনের প্রেমটা