ভুল ভুলাইয়া ৩ নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই ।কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরি অভিনীত ভুল ভুলাইয়া ৩ (বিবি ৩) চলতি বছরের সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি ২০২৪ এর মার্চে মুম্বইয়ের ফ্লোরে চলে যায়। কার্তিক আরিয়ান তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত স্পোর্টস বায়োপিক ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর প্রচারের জন্য শ্যুটিং থেকে বিরতি নিয়েছিলেন। আর সেই ফাঁকে তৃপ্তি দিমরিও ছুটি কাটাতে উড়ে যান ইতালিতে। তবে আর নয়, এই মাসের শেষ নাগাদ এই জুটি ‘বিবি ৩’ এর সেটে ফিরে আসতে প্রস্তুত।
আরও পড়ুন: (সোনাক্ষী থেকে অর্জুন, ২০২৪-এর ‘বাবা দিবসে’ শ্রদ্ধা জানালেন যে যে সেলেব)
মধ্যপ্রদেশের যে যে অংশ দেখানো হবে ছবিতে
মুম্বই এবং কলকাতার শ্যুটিং শেষ করার পর, বিবি ৩-এর টিম এবার শ্যুটিংয়ের পরবর্তী পর্যায় সারতে মধ্যপ্রদেশে যাচ্ছে। প্রোডাকশনের ঘনিষ্ঠ একটি সূত্রের তরফে জানা গিয়েছে, ‘কার্তিক এবং তৃপ্তি ছবিটির পরবর্তী শিডিউলের জন্য জুনের শেষের দিকে মধ্যপ্রদেশের ওরছাতে যাবেন৷ গল্পের প্রয়োজন অনুসারে লোকেশনটি খুব নান্দনিক দিক তুলে ধরবে৷ ভুল ভুলাইয়া টিম জুলাই পর্যন্ত সেখানে থাকবে এবং ছবিটি শেষ হওয়ার আগে শ্যুটিংয়ের জন্য আরেকটি সময়সূচী তৈরি করা হবে।’ অর্ছা মূলত: রাজা মহল, জাহাঙ্গীর মহল এবং চতুর্ভুজ মন্দিরের মতো মুঘল স্থাপত্যের জন্য পরিচিত। জানা গিয়েছে, ছবিটিতে এই মনোরম স্থানগুলিকে তুলে ধরার চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: (শুভ জন্মদিন লিসা: দেখে নিন স্বামী ও সন্তানদের নিয়ে তাঁর ছুটি কাটানোর মুহূর্তগুলি)
আরিয়ান এবং দিমরি ছাড়াও এই ছবিতে আবার ফিরছেন অভিনেত্রী বিদ্যা বালান। তিনি ২০০৭ সালে চলচ্চিত্রের প্রথম অংশে অভিনয় করে মন জিতে নেন সকলের। অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে ফ্র্যাঞ্চাইজিতে একটি নতুন সংযোজন। অপরদিকে আনিস বাজমি পরিচালক হিসাবে ফিরে আসছেন। ২০২০ সালে দ্বিতীয় অংশটি পরিচালনা করার পরে এবার তৃতীয় অংশ। আগে এটি এই বছর দীপাবলিতে একক থিয়েটারে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এখন পরিচালক রোহিত শেঠির সিংগাম এগেইন এর সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ তৈরি করবে তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’। কবীর খান পরিচালিত এই ছবিটি বক্স অফিসে প্রথম দু’দিনের রোজগার ভালোই। কার্তিকের অভিনয় ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। এখনও পর্যন্ত জানা গিয়েছে প্রথম বক্স অফিসে দুইদিনে ১২ কোটির বেশি।