1 মিনিটে পড়ুন Updated: 18 Mar 2025, 11:07 AM ISTSayani Rana
কঙ্গনা রানাওয়াত আর বিতর্ক যেন সমার্থক। তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি তাঁর ছবি ‘ইমারজেন্সি’ নিয়েও কম চর্চায় হয়নি। ছবিটি মুক্তির আগে থেকেই বিতর্কের মুখে পড়েছিল। তবে অবশেষ সব বাধা পেরিয়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার সেই ছবি অস্কারের জন্য পাঠানোর কথা বলতেই চটলেন নায়িকা।
অস্কার প্রসঙ্গে চটলেন কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনা রানাওয়াত আর বিতর্ক যেন সমার্থক। তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি তাঁর ছবি ‘ইমার্জেন্সি’ নিয়েও কম চর্চায় হয়নি। ছবিটি মুক্তির আগে থেকেই বিতর্কের মুখে পড়েছিল। তবে অবশেষ সব বাধা পেরিয়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
ছবিতে কঙ্গনা অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসাও পেয়েছিলেন। তবে বক্স অফিসে ছবিটি সফল হয়নি। বর্তমানে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এ স্ট্রিমিং হচ্ছে। অনেকের মতে ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্যের মুখ না দেখলেও ওটিটিতে অবশ্যই সাফল্য অর্জন করবে। কঙ্গনার একজন ভক্ত ‘ইমার্জেন্সি’কে ভারত থেকে অস্কারের জন্য পাঠানোর পরামর্শও দিয়েছিলেন। আর এবার তাঁর কথার উত্তর দিতে গিয়ে যা বললেন অভিনেত্রী, তা শুনে প্রায় সকলেই অবাক।
কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ ছবিটিকে প্রশংসা ভরে দিয়েছেন ভক্তরা। সম্প্রতি অভিনেত্রীর এক ভক্ত ‘ইমার্জেন্সি’কে ভারত থেকে অস্কারের জন্য পাঠানোর পরামর্শ দিয়েছেন। এর জবাবে কঙ্গনা তাঁর ভক্তের পরামর্শকে প্রত্যাখ্যান করেছেন। কঙ্গনা প্রায়ই তাঁর অনুরাগীদের মন্তব্য শেয়ার করে থাকেন। সেভাবেই তিনি তাঁর এক্স অ্যাকাউন্টে ওই ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন। পোস্টে ওই ব্যক্তি লিখেছেন, ‘নেটফ্লিক্সে ‘ইমার্জেন্সি’ চলছে। এই ছবি ভারতের পক্ষ থেকে অস্কারে যেতে হবে।’
এর জবাবে কঙ্গনা রিপোস্ট করে লিখেছেন, ‘কিন্তু আমেরিকা তাদের আসল চেহারা তো লুকিয়ে রাখে। তারা কীভাবে উন্নয়নশীল দেশগুলিকে ভয় দেখায়, তাদের উপর চাপ প্রয়োগ করে তা তো সবার সামনে আসে না। সেটাই ‘ইমার্জেন্সি’তে দেখানো হয়েছে। ওঁরা ওঁদের বোকা বোকা অস্কার নিজেরাই রাখতে পারে। আমাদের জাতীয় পুরষ্কার আছে।’ কঙ্গনার এই উত্তর থেকে স্পষ্ট যে তাঁর কোনও অস্কারের প্রয়োজন নেই।