আজ, ২৬ অগস্ট বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম স্টলওয়ার্ট ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। তাও ১২৩ তম জন্মদিন। আর তাঁর জন্মদিনে বিশেষ চমক দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন ছবি আনছেন তিনি। আর সেই ছবির পোস্টার মুক্তি পেল আজ।
শাশ্বত চট্টোপাধ্যায় এর আগেও একাধিকবার বাংলা সিনেমার স্বর্ণ যুগের একাধিক নায়ক বা পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে মেঘে ঢাকা তারা ছবিতে ঋত্বিক ঘটকের চরিত্রে এবং অচেনা উত্তম ছবিতে উত্তম কুমারের চরিত্রে দেখা গিয়েছে। এবার তিনি ভানু বন্দ্যোপাধ্যায় হতে ধরা দিতে চলেছেন। তাঁর এই আসন্ন ছবির নাম যমালয়ে জীবন্ত ভানু।
ছবির নামটা চেনা চেনা ঠেকছে তাই না? হবেই তো! প্রায় এই একই নামে যে খোদ ভানু বন্দ্যোপাধ্যায়েরই একটা ছবি আছে, যমালয়ে জীবন্ত মানুষ। এই ছবির পোস্টারে ভানু বন্দ্যোপাধ্যায় হয়ে ধরা দিলেন অভিনেতা। চওড়া কপাল, ডুরে কাটা পঞ্জাবি আর ধুতি পরে সাইকেলের পাশে তিনি থুড়ি শাশ্বত দাঁড়িয়ে। আর তাঁর পাশেই বসে একটা বিড়াল।
এই ছবির পরিচালনা করেছেন ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। বুড়িমা চিত্রম নিবেদিত এই ছবিটির প্রযোজনা করেছে সুমন কুমার দাস।
এই ছবির পোস্টার পোস্ট করে লেখা হয়েছে 'আজ সেই মানুষটির জন্মদিন যিনি যুগযুগ ধরে আপামর বাঙালির মনে ছিলেন আছেন আর থাকবেন। বাংলা ছায়াছবির মাধ্যমে তিনি লাভ করেছেন অমরত্ব। তিনি শ্রদ্ধেয় শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্মরণ করেই যমালয়ে জীবন্ত ভানু'। একই সঙ্গে জানা গিয়েছে চলতি বছরের শীতকালেই মুক্তি পাচ্ছে এই ছবি।
আরও পড়ুন: শন থেকে জিৎ, মিমি, শাশ্বত- যে অভিনেতারা বড়পর্দার টানে ছোটপর্দা ছেড়েছেন
১৯৫৮ সালে মুক্তি পায় যমালয়ে জীবন্ত মানুষ। এই ছবিটি ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের অন্যতম সেরা ছবি। তবে যমালয়ে জীবন্ত ভানু ছবিটা কিন্তু না অভিনেতার বায়োপিক না পুরনো ছবির সিকুয়েল। তাহলে কী? এটা আদতে ভানু বন্দ্যোপাধ্যায়ের উপরেই তৈরি করা ছবি যেখানে তাঁর করা সেরা ছবির টুকরো টুকরো মুহূর্ত তুলে ধরা হবে।

যমালয়ে জীবন্ত ভানুর পোস্টার
ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০২ তম জন্মদিনের দিন এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হয়। সেদিন অনুষ্ঠানে তাঁর পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় এবং কন্যা বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক উপস্থিত ছিলেন।
এই ছবিতে মেকআপের দায়িত্বে ছিলেন সোমনাথ কুণ্ডু। তিনিই শাশ্বত চট্টোপাধ্যায়কে ভানু বন্দ্যোপাধ্যায় করে তুলেছেন। এই ছবির গানের দায়িত্বে আছেন রাজা নারায়ণ দেব।