একসময় কাপুর বাড়িতে ছিল তাঁর প্রায় দিনের আনাগোনা। শোনা গিয়েছিল রণবীর কাপুরের বউদি হতে চলেছেন তারা সুতারিয়া। প্রেম করছিলেন রণবীরের পিসতুতো ভাই-এর সঙ্গে। তবে হতে হতেও সে প্রেম বিয়ের পিঁড়ি পর্যন্ত এগোয়নি। শেষপর্যন্ত তারারই কাছের বন্ধু আলেখা আডবানিকে বিয়ে করে নেন তাঁর প্রাক্তন আদর জৈন। কাপুর বাড়িতে ঘটা করেই বসেছিল সে বিয়ের আসর।
যাই হোক এই সবই এখন অতীত। শোনা যাচ্ছে, আদরকে ভুলে ফের নাকি প্রেমে পড়েছেন গায়িকা অভিনেত্রী তারা সুতারিয়া। হ্য়াঁ, এবার নাকি জনপ্রিয় গায়কের প্রেমে পড়েছেন তারা। কিন্তু এবার তারার প্রেমিক কে?
বলিপাড়ায় গুঞ্জন নামী র্যাপার, গায়ক বাদশার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তারা। এক্কেবারে প্রেমে নাকি হাবুডুবু হাল। আর তাঁদের প্রেমের ইঙ্গিত দিয়েছেন খোদ শিল্পা শেট্টি।
আসলে তারা-বাদশার প্রেমের গুঞ্জন মূলত ছড়িয়ে পড়ে ইন্ডিয়ান আইডল ১৫-এর সেট থেকে। সেখানেই হাজির ছিলেন শিল্পা শেট্টি। রিয়েলিটি শোতে এসে শিল্পা বাদশার উদ্দেশ্যে বলে বসেন, ‘বাদশা, আমি শুনেছি তুমি নাকি এখন দিনের বেলাতেও তারা গুনছো!’
আরও পড়ুন-আংটি বদল হয়ে গিয়েছে, জানেন কে এই ঋতাভরীর হবু স্বামী সুমিত অরোরা?