ইন্ডিয়ান আইডল ১৫ এর মঞ্চে গান হওয়ার প্রতিযোগিতা অতীত! এদিন গোটা টিম আড়াআড়ি ভাবে দুই ভাগ ভেঙে গেল! তাও Dumb Charades খেলার জন্য! শেষ পর্যন্ত জিতল কোন দল? শ্রেয়া ঘোষাল নাকি বিশাল দাদলানির?
আরও পড়ুন: খাদান বনাম সন্তান বিতর্ক অতীত? দেবকে নিয়ে রাজ বললেন, 'ওর আমাকে না লাগলেও, আমার ওকে প্রয়োজন'
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে?
এদিন যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ৯০ এর দশককে রিক্রিয়েট করা হচ্ছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে। সোনি চ্যানেলের তরফে পোস্ট করা প্রোমো ভিডিয়োতে সঞ্চালক আদিত্য নারায়ণকে বলতে শোনা যায়, ৯০ এর দশক মানেই dumb charades খেলা। তাই এদিনও গানের প্রতিযোগিতা ভুলে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর সমস্ত প্রতিযোগী এবং বিচারকরা আড়াআড়ি ভাবে দুটো টিমে ভেঙে যায়। মেয়েদের টিমের নেত্রী হন শ্রেয়া। আর টিমের নাম হয় আহ। আর ছেলেদের টিমের নেতা হন বিশাল। আর তাঁদের টিমের নাম আউচ।
এরপর দেখা যায় তাঁরা একে অন্যকে বিভিন্ন গানের নাম বলছেন আর সেগুলো অভিনয় করে তাঁরা দেখাচ্ছেন। গান ধরতে পারলে সেই গান গাইছেনও। কিন্তু শেষ পর্যন্ত জেতে কারা? টিম শ্রেয়া। এদিন সেখানে উপস্থিত থাকা দর্শকরাও সমর্থন করেন তাঁদের। ফলে বছর শেষে এই রিয়েলিটি শোতে যে মজা দারুণ ভাবে জমে উঠেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।
আরও পড়ুন: কেবল রাজনীতির ময়দানে নামার নয়, এসেছিল মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ! কোন ভয়ে অফার ফেরান সোনু?