আর কয়েকদিনের অপেক্ষা তারপরই মুক্তি পেতে চলেছে ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন ছবিতে আছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, প্রমুখরা। এটি একটি আদ্যোপান্ত এরিয়াল অ্যাকশন ছবি। শের খুল গয়ে এবং ইশক জ্যায়সা কুছ এর পর প্রকাশ্যে এল এই ছবির তৃতীয় গান হীর আসমানি। এখানে দেখা মিলল হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন সহ অনিল কাপুর, করণ সিং গ্রোভার, প্রমুখ।
হীর আসমানিতে কী দেখা গেল?
এই গানে দীপিকা এবং হৃতিককে তাঁদের ইউনিফর্মে দেখা যাচ্ছে। তাঁরা বিমান ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এরপর হৃতিক, দীপিকা, করণ এবং অক্ষয়ের বন্ধুত্বের ঝলক দেখা যায়। অনিলকে দেখা যায় বাকিদের ট্রেনিং দিতে। গানটি কম্পোজ করেছেন বিশাল শেখর। গেয়েছেন বি প্রাক এবং লিখেছেন কুমার।
আরও পড়ুন: 'আসবেন না', পরপর শোতে বিশৃঙ্খলা, রেগে গিয়ে কাদের শোতে আসতে বারণ করলেন রূপম?
আরও পড়ুন: গানেও আমরা-ওরা! রাজ্য সরকারের সঙ্গীত মেলার পাল্টা হিসেবে বিজেপি আনছে সঙ্গীত উৎসব, কোথায় অনুষ্ঠিত হবে?
সিদ্ধার্থ আনন্দ গানটি শেয়ার করে লেখেন, 'হীর আসমানি গানটি এয়ার ড্রাগনদের বিশেষ স্কোয়াডকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। সেখানে ক্রিউদের মধ্যে বন্ধুত্ব তুলে ধরা হয়েছে। বিমান চালকদের কাছে আকাশের জন্য ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে।'
তিনি এদিন আরও লেখেন, 'হীর আসমানি গানটির ফ্লেভার ভীষণই ইউনিক। গানটি অনন্য মাত্রায় নিয়ে গেছেন বি প্রাক।'
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে দীপনের গানে মুগ্ধ শ্রেয়া-বিশাল, চমকে গিয়ে সঞ্জয় কেন বললেন, 'সাইজেই খালি ছোট'