সম্প্রতি মুক্তি পেয়েছে 'পরিচয় গুপ্ত'। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। শুক্রবার শহরের এক নামী প্রেক্ষাগৃহে হয়ে গিয়েছে ছবির প্রিমিয়ার। যদিও মুম্বইতে কর্ম ব্যস্ততার কারণে প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেননি নায়ক। তবে এই ছবি নিয়ে তিনি দারুণ ভাবে আশাবাদী। সেই প্রসঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে নানা কথা ভাগ করে নিলেন নায়ক।
ছবিতে ‘উপাসক’-এর চরিত্রে নজর কেড়েছেন ইন্দ্রনীল। ছবির 'উপাসক' পেশায় প্রত্নতত্ত্ববিদ, তবে তার মধ্যে রয়েছে রহস্য সমাধানের উৎসাহ। কিন্তু কেবল এই ছবি নয়, এর আগেও বাঙালি তাঁকে ‘ফেলুদা’ -এর ভূমিকাতে দেখেছেন। তবে বাস্তব জীবনে রহস্য তাঁকে কতটা আকর্ষণ করে? এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘হ্যাঁ আমিও রহস্য ভালোবাসি। রহস্য রোমাঞ্চের বই পড়া, সিনেমা দেখা এগুলো খুবই ভালো লাগে আমার। আর এর মধ্যে একটা মজার বিষয় হল, এগুলো পড়তে পড়তে বা দেখতে দেখতে নিজে নিজেও নানা রকমের অনুমান করা যায়। আমিও সেটা ভালোবাসি।’
আরও পড়ুন: ছাড়তে হবে মন্নত, ভাড়া বাড়িতে পরিবার নিয়ে উঠছেন শাহরুখ! মাসে কত করে দিতে হবে কিং খানকে?
তবে ‘উপাসক’ এবং ‘ফেলুদা’ দু'জনই যেহেতু রহস্যের সন্ধানী তাই, দুটো চরিত্রকে আলাদা ভাবে উপস্থাপনা করার জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন অভিনেতা? এই প্রশ্নে তিনি বলেন, ‘আসলে চিত্রনাট্যের থেকে বড় প্রস্তুতি আর কিছু হতে পারে না। আর দুটো চরিত্র যেহেতু একদমই আলাদা ভাবে তৈরি, তাই সেটা আলাদা করার জন্য অন্যভাবে প্রস্তুতির প্রয়োজন পড়ে না।’
এই ছবির অনেকটা অংশ জুড়ে ইন্দ্রনীলের সঙ্গে ঋত্বিক চক্রবর্তীকে দেখা গিয়েছে। ঋত্বিকের সঙ্গে বহু বছর আগে কাজ করেছিলেন অভিনেতা। আবার এত বছর পর তাঁর সঙ্গে কাজ করতে পেরে ভীষণ খুশি নায়ক। অভিনেতার কথায়, ‘ওঁর সঙ্গে অনেকদিন পর কাজ করলাম। মানুষ হিসেবে ঋত্বিক ভীষণ ভালো। এই কাজটা করতে গিয়ে আমরা এক ঘরে থেকেছি, এক ভ্যানিটি ভ্যানও শেয়ার করেছি।’
আরও পড়ুন: গিটার বাজিয়ে গান ধরলেন শাহরুখের ছোট ছেলে আব্রাম! যদিও হিন্দি নয়, অন্য ভাষায়
তিনি আরও বলেন, ‘আমাদের প্রজন্মের অভিনেতাদের মধ্যে আমার চোখে ঋত্বিক অন্যতম একজন সেরা অভিনেতা। আমার ওঁর অভিনয়ের ধরনটা খুব ভালো লাগে। ও খুবই আনপ্রেডিক্টেবল একজন অভিনেতা। ঋত্বিকের অভিনয়টা বেশ অগোছালো ধরনের, সেটা আমার ভীষণ ভালো লাগে। ব্যক্তিগত ভাবে আমার খুব গোছানো অভিনয় ভালো লাগে না। কারণ ১০ জন অভিনেতার মধ্যে ৮ জনই সেটা করেন। আর ঋত্বিক সেটা করেন না বলেই এটা ওঁকে আলাদা করে। আমার সৌভাগ্য যে আমি ওঁর সঙ্গে কাজ করেছি।’