কিছু মাস আগেই শুরু হয়েছে স্টার জলসার অন্যতম নতুন ধারাবাহিক দুই শালিক। এই ধারাবাহিকে উঠে আসছে দুই যমজ বোনের গল্প। যারা একে অন্যকে চিনলেও জানে না যে তারা আসলে বোন। এখানেই আঁখির চরিত্রে দেখা যাচ্ছে তিতিক্ষা দাসকে। তাঁর প্রেমিক হিসেবে রয়েছেন অর্কপ্রভ। কিন্তু বোনের প্রক্সি দিতে অনেক সময়ই তাঁকে স্ক্রিন ভাগ করতে হচ্ছে সায়ন বসুর সঙ্গে। আবার ঝিলিকের চরিত্রে থাকা নন্দিনীকে আবার ধরা দিতে হচ্ছে অর্কপ্রভর সঙ্গে। কিন্তু এত কিছুর মধ্যেও গল্পে দেখা যাচ্ছে আঁখি ওরফে তিতিক্ষাকে রীতিমত চোখে হারাচ্ছেন দেবা ওরফে অর্কপ্রভ। এখান থেকেই অনুরাগীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে যে তবে কি বাস্তবেও প্রেম করছেন অর্কপ্রভ এবং তিতিক্ষা? কী জানালেন অভিনেতারা?
আরও পড়ুন: শহরে হাজির নয়া রহস্য সন্ধানী! ফেলুদাকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত ডিটেকটিভ চারুলতা, মুখ্য ভূমিকায় কে?
কী জানালেন দুই শালিকের দুই অভিনেতা?
পর্দার মতোই কি বাস্তবেও প্রেম করছেন দেবা এবং আঁখি, অর্থাৎ অর্কপ্রভ এবং তিতিক্ষা? এই জল্পনা রটতেই আজকালকে অভিনেতা জানিয়েছেন, 'ভালোই লাগে চর্চায় থাকতে।' অর্থাৎ ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সবটাই নিছক চর্চা।
অন্যদিকে তিতিক্ষা জানিয়েছেন তাঁকে এবং নন্দিনীকে এক রকম দেখতে হলেও আদতে অর্কপ্রভর সঙ্গে নন্দিনীর স্বভাবে মিল আছে। কেমন? অভিনেত্রী জানিয়েছেন তাঁরা দুজনেই নাকি দেরি করে শ্যুটিংয়ে আসেন, আবার এসেই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার বায়না করেন তাঁরা। শুধু তাই নয়, তাঁরা দুজন নাকি ভীষণ গুছানোও। আবার একই সঙ্গে খুব ভালো বন্ধু এবং জেদও নাকি প্রচুর অর্কপ্রভ এবং নন্দিনীর।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৭০০ কোটির গণ্ডি পার! চতুর্থ সোমবারে দেশেও অদম্য ছাবা! ২৫ তম দিনে কত আয় করল ভিকির ছবি?
দুই শালিক ধারাবাহিক প্রসঙ্গে
এই ধারাবাহিকে দুই যমজ বোনের চরিত্রে দেখা যাচ্ছে তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্তকে। তাঁদের সঙ্গীদের চরিত্রে রয়েছেন সায়ন বসু এবং অর্কপ্রভ। স্টার জলসার পর্দায় এই ধারাবাহিক রোজ বিকেলে সাড়ে ৫ টা থেকে দেখা যায়।
আরও পড়ুন: বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ফের চমক শ্রীময়ীর! কী ঘটালেন কাঞ্চন-পত্নী?