রাহুল দেব বসু আর দেবাদৃতা বসুর প্রেম এখন টক অফ দ্য টাউন। কীভাবে প্রেম হল দুজনের তা জানতে উৎসুক নেটিজেনরা। ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন তাঁরা। আর সেখান থেকেই হয়েছে প্রেমের সূত্রপাত। দশমীর দিন একসঙ্গে ছবি শেয়ার করে সম্পর্কের অফিসিয়াল অ্য়ানাফন্সমেন্ট করেন। দেবাদৃতার দাবি ছিল, সম্পর্কের বেশ অনেকগুলো মাস হয়ে গিয়েছে, তাঁদের মনে হয়েছেন সকলের আশীর্বাদ প্রয়োজন, আর তাই নিজেদের সম্পর্কের কথা তাঁরা প্রকাশ্যে এনেছেন।
একাধিক সম্পর্কে নাম জড়িয়েছে রাহুলের। কখনও প্রসেনজিতের জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের সঙ্গে। তো কখনও তোমায় আমায় মিলে নায়িকা রুশা-র সঙ্গে। আপাতত রুশা আর মোহর, দুজনেই বিয়ে করে নিয়েছেন। ফের ভালোবাসার সম্পর্কে জড়িয়ে জীবনের নতুন অধ্যায়ে পা দিলেন রাহুলও। দেবাদৃতা অবশ্য বর্তমান প্রেমের প্রাক্তন সম্পর্ক নিয়ে খুব একটা ভাবিত নন। কারণ, পুরনোকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী তিনি। আরও পড়ুন: ‘জড়িয়ে ধরে চেটে দেয় কান!’ যৌন হেনস্থার শিকার গায়ক হার্ডি সান্ধু, শুনলে চমকে যাবেন
দেবাদৃতা এর আগেই জানিয়েছেন রাহুলের দয়া, নমনীয়তা দেখে তিনি প্রেমে পড়েছিলেন। যেখানে সেটে সহ-অভিনেতা থেকে ক্রু, সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন, এটাই ছিল তাঁর ভালোলাগার কারণ। আর রাহুলের মত ছিল, তাঁর মনে ধরেছিল, স্টেজে যখন দেবাদৃতা নাচ করে, মনে হয় যেন সাক্ষাৎ দেবী। যা অবাক করেছিল রাহুলকে। সঙ্গে জানান, তাঁর প্রেমিকা একজন সৎ মানুষ। মনে যা আছে মুখেও তাই। কোনওরকম রাখঢাক নেই। আরও পড়ুন: সারেগামাপায় যেতেই বড় সুযোগ, হিমেশের সুরে ‘মেরা দিল মেরি জান’ গাইলেন কাবো, শুনুন
তবে নতুন কথা ফাঁস করলেন 'আলোর ঠিকানা'-র আলো। জানালেন, ‘গৌরব’ ওরফে রাহুলের চোখদুটো নাকি বড্ড সুন্দর। অভিনেত্রী জানান, ‘রাহুলের চোখ দুটো খুবই সুন্দর। আমি সবসময়ই এই কথাটা বলি। ক্যামেরার সামনেও এই কথা স্বীকার করতেই হবে। ওঁর চোখ যেন কথা বলে।’ আরও পড়ুন: ‘৪ ছেলে হবে, আর ৮ মেয়ে’, ভবিষ্যত শুনে চোখ কপালে আট মাসের অন্তঃস্বত্ত্বা শুভশ্রীর
চলতি বছরের দুর্গা পুজোর দশমীতে সিঁদুর খেলার পর ছবি শেয়ার করেন রাহুল আর দেবাদৃতা জুটিতে। ক্যাপশনে লেখেন, ‘আমাদের তরফে আপনাদের শুভ বিজয়া। ভালবাসা নেবেন। গৌরব আলোকে না পেলেও রাহুল দেবাদৃতাকে পেয়ে গিয়েছে।’ যাতে শুভেচ্ছার বন্যা বইয়ে দেন নেট-নাগরিকরা। নতুন জীবনের জন্য ভালোবাসাও জানান।