কংগ্রেস নেতা টিকারাম জুলি মাধুরী দীক্ষিতকে রীতিমত একহাত নিলেন এদিন। বৃহস্পতিবার, ১৩ মার্চ তিনি মাধুরীকে বি গ্রেড অভিনেত্রী বলে বিতর্ক উসকে দিলেন। একই সঙ্গে বিস্ফোরক দাবি করে জানান ভুল ভুলাইয়া ৩ খ্যাত অভিনেত্রীর নাকি 'সময় ফুরিয়ে গিয়েছে'। কিন্তু হঠাৎ তিনি এভাবে চটলেন কেন মাধুরীর উপর?
আরও পড়ুন: শাহিদ - করিনার মান-অভিমান মিটতেই তুঙ্গে 'জব উই মেট ২' -র চর্চা! কবে আসছে সিক্যুয়েল?
কী ঘটেছে?
এদিন রাজস্থান বিধানসভায় মাধুরী দীক্ষিতকে নিয়ে এই মন্তব্য করেন টিকারাম জুলি। তিনি এদিন প্রশ্ন তোলেন যে তাঁদের রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া আইফা অ্যাওয়ার্ডের কী সুবিধা পেল রাজ্য? তিনি এদিন একই সঙ্গে রাজ্য সরকারের খরচ নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, 'আইফার নাম করে ১০০ কোটি টাকার উপর জনসাধারণের টাকা খরচ করে ফেলা হল। আপনারা যদি ভালো করে হোর্ডিংগুলো দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে রাজস্থানের কোনও প্রচার হয়নি, খালিই আইফার প্রচার হয়েছে।'
আরও পড়ুন: পাঠান - অ্যানিম্যালের রেকর্ড ভাঙার মুখে ছাবা! ২৭ দিনে কত আয় করল ভিকির ছবি?
তিনি এদিন আরও বলেন, 'আইফা থেকে রাজস্থান কী পেল? যে তারকারা এই ইভেন্টে এসেছিলেন তাঁরা কেউ রাজ্যের দর্শনীয় স্থানগুলো পর্যন্ত ঘুরে দেখলেন না। আর কোন বড় তারকা এসেছিলেন ইন্ডাস্ট্রি থেকে? শাহরুখ ছাড়া তো সব বি গ্রেড অভিনেতা। আর কোনও প্রথম সারির অভিনেতারা তো আসেনি।'
যখন অনেকেই তাঁর এই কথার বিরোধীরা করতে শুরু করেন তখন তিনি পুনরায় ব্যাখ্যা করে বলেন, 'মাধুরী দীক্ষিত তো এখন বি গ্রেড অভিনেত্রী। ওর সেরা সময় চলে গেছে। বেটা, দিল ছবিগুলো যখন করেছিল তখন উনি একজন তারকা ছিলেন।'
প্রসঙ্গত মাধুরী দীক্ষিতকে দর্শকরা শেষবার ভুল ভুলাইয়া ৩ ছবিতে দেখেছিলেন। তাঁর সঙ্গে মঞ্জুলিকা হয়ে ছিলেন বিদ্যা বালানও। আর রুহ বাবা হয়ে ধরা দেন কার্তিক আরিয়ান।
আরও পড়ুন: 'একটা থাপ্পড় লাগিয়ে আসব বাড়ি গিয়ে', কিরণের অভিযোগ খারিজ করতেই সায়ন্তকে জবাব দেবচন্দ্রিমার
আরও পড়ুন: বাম - নেত্রী এবার অভিনেত্রী! কোন সিরিজের হাত ধরে বিনোদন জগতে পা রাখলেন দীপ্সিতা?