একদিকে যখন বক্স অফিসে দাপট দেখাচ্ছে ভিকি কৌশল অভিনীত ছাবা, তখন অন্য দিকে বেহাল অবস্থা মেরে হাসবেন্ড কি বিবি ছবিটির। যদিও রবিবার বক্স অফিসে দুটো ছবির আয়ই কমেছে লক্ষণীয় ভাবে। এদিন ভারত পাকিস্তান ম্যাচ থাকার প্রভাব যে সোজাসুজি বক্স অফিসে কিছুটা হলেও পড়েছে সেটা স্পষ্ট।
আরও পড়ুন: বিনোদিনী হতে আগেই ডাকেন সৃজিত? রুক্মিণীর ভিডিয়ো শেয়ার করে পরিচালক উলটে ‘ঠুকলেন’ কাকে?
রবিবার কত আয় করল ছাবা?
সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে মুক্তির পর দ্বিতীয় রবিবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি বক্স অফিসে ভিকি কৌশল অভিনীত ছাবা ছবিটি ৪০ কোটি টাকা আয় করেছে। শনিবারের তুলনায় এদিন এই ছবির আয় কিছুটা হলেও কম ছিল। তবুও এদিন ছাবার আয় বক্স অফিসে ৩০০ কোটি টাকার গণ্ডি টপকে গেল। বর্তমানে ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিকের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৩২৬ কোটি ৭৫ লাখ টাকায়।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, প্রথম সপ্তাহে বক্স অফিসে ভিকির ছবিটি ২১৯ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় শুক্রবার ছবিটি ২৩ কোটি ৫০ লাখ টাকা ঘরে তোলে। শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৪৪ কোটি।
মেরে হাসবেন্ড কি বিবি ছবিটির বক্স অফিস কালেকশন
রবিবার দিন ছাবার মতো মেরে হাসবেন্ড কি বিবি ছবিটির আয়ও লক্ষ্যনীয় ভাবে কমে। ২৩ ফেব্রুয়ারি এই ছবিটি বক্স অফিসে ১ কোটি ১১ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে অর্জুন কাপুর অভিনীত ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩১ লাখ টাকায়। এই শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিন ১ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। শনিবার সেটা সামান্য বেড়ে হয় ১ কোটি ৭০ লাখ টাকা।
ছাবা ছবিটি প্রসঙ্গে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে আছেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলছে অক্ষয় খান্নার।
আরও পড়ুন: 'বৈশাখী ভিলেন, তোমার ঘর ভেঙেছে', বলেছিলেন কল্যাণ! পাল্টি খেতেই রত্নার হুঁশিয়ারি, 'শেষ দেখে ছাড়ব'