১৪ মার্চ ছিল হোলি। ওইদিন দেশজুড়ে সেলিব্রেট হয়েছে দোল/হোলি উৎসব। যে উৎসবে মাতোয়ারা ছিল গোটা বলিউড। সামিল হয়েছিলেন বলি সেলেবরাও। তাঁদের নানান হোলি উদযাপনের ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বরুণ ধাওয়ান থেকে কার্তিক আরিয়ান, ভিকি-ক্যাটরিনা, রবিনা ট্যান্ডন, সোনাক্ষী সিনহা সহ বহু তারকাকেই হোলির উৎসবে মেতে উঠতে দেখা যায়। অনুরাগীদের দোলের শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।
শুক্রবার বরুণ ধাওয়ান তাঁর আগামী ছবি ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’র সেটে সহ-অভিনেতা মনীশ পলের সঙ্গে দোল সেলিব্রেট করেন। মণীশ ও বরুণ দু'জনকেই বরুণের ভ্যানিটি ভ্যানের ভিতরে রঙে খেলতে দেখা যায়। এদিন রং মেখে আয়নার সামনে শার্টলেস হয়ে নাচছিলেন বরুণ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘আমাদের হোলির নতুন গান শোনার জন্য আর অপেক্ষা আর সইছে না। #sunnysanskarikitulsikumari বিটিএসের সেট থেকে আপনাদের সরাসরি শুভেচ্ছা জানাচ্ছি।’
এদিন অভিনেতা কার্তিক আরিয়ানকে তাঁর পরিবারের সঙ্গে হোলি উদযাপনে দেখা যায়। বাড়িতে হোলির বিশেষ পুজোর ছবি দিয়ে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন কার্তিক আরিয়ান। প্রসঙ্গত কার্তিককে খুব শীঘ্রই শ্রীলীলার সঙ্গে অনুরাগ বসুর একটি ছবিতে দেখা যাবে। এদিন বলি তারকা অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈনকে তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সঙ্গে হোলি পার্টিতে দেখা যায়। পাপারাৎজির ইনস্টাগ্রামে উঠে আসা বেশকিছু ভিডিওতে অঙ্কিতাকে লাল শাড়ি পরে বন্ধুদের সঙ্গে মন খুলে নাচতে এবং হোলি উদযাপন করতে দেখা গেছে।