নতুন বছরকে স্বাগত জানাতে গোটা বিশ্বজুড়ে চলেছে হইহুল্লোড়। পার্টি। মুম্বইও ভেসে গিয়েছিল বর্ষবরণের উদযাপনে। এদিন সেখানেই আরিয়ান খান অর্থাৎ শাহরুখ পুত্রের ব্র্যান্ড D'Yavol এর তরফে একটি নিউ ইয়ার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই হাজির ছিলেন তবে প্রেমিকা লারিসা বোনেসি।
আরও পড়ুন: 'আমার বিনোদিনী ইতিহাস গড়ল', দেবের প্রশংসা আসতেই আনন্দে গদগদ রুক্মিণী! বললেন, 'আমার উপর...'
কী ঘটেছে?
শাহরুখ খানের বড় ছেলে আবারও ঝড় তুলেছেন চর্চার, উঠে এসেছেন লাইমলাইটে। এদিন তাঁর ব্র্যান্ড D'Yavol এর নিউ ইয়ার পার্টিতে তাঁকে তবে চর্চিত প্রেমিকা লারিসা বোনেসির সঙ্গে আসতে দেখা যায়। তবে এই ব্রাজিলিয়ান মডেলের সঙ্গেই মোটেই পার্টিতে ঢোকেননি আরিয়ান। তবে তাঁদের এই পার্টিতে দুজনের উপস্থিতির সেই মুহূর্তের ভিডিয়ো এদিন ফ্রেমবন্দি করেছেন পাপারাৎজিরা।
এই বিষয়ে বলে রাখা ভালো আরিয়ান খান এবং লারিসা বোনেসি এখনও আনুষ্ঠানিক ভাবে তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দেননি। কখনও একসঙ্গে তাঁদের পোজ দিতে দেখা যায়নি বা ফ্রেমবন্দি করা যায়নি। নিজেদের সম্পর্ক আড়ালেই রেখেছেন। তাই এদিনও পার্টিতে আলাদাই আসেন তাঁরা।
আরিয়ান খান এদিন পার্টিতে একটি সাদা টিশার্ট পরেছিলেন। সঙ্গে ছিল জ্যাকেট। এছাড়া পরেছিলেন কালো প্যান্ট এবং স্নিকার। অন্যদিকে লারিসা পরেছিলেন শিমারি গোলাপি ড্রেস, জ্যাকেট এবং সিলভার হিল। এদিন তিনি তাঁর বন্ধুদের সঙ্গে পার্টিতে ঢুকেছেন। প্রসঙ্গত লারিসাকে এর আগে দর্শকরা গো গোয়া গন, থিক্কা ছবিতে দেখেছেন।
তবে এদিনের এই পার্টিতে আরও অনেক তারকারাই ছিলেন। তবে সমস্ত লাইমলাইট কেড়ে নেন আরিয়ান এবং লারিসাই।
আরিয়ান শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। তবে বোন বা বাবার মতো ক্যামেরার সামনে নয়। পরিচালক হিসেবে। আসছে তাঁর প্রথম কাজ। এটির নাম এখনও ঠিক হয়নি, তবে দেখা জানে5 নেটফ্লিক্সে।