শুক্রবার অর্থাৎ ৪ এপ্রিল মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে মারা যান কিংবদন্তি অভিনেতা মনোজ কুমার। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে। হার্টের সমস্যা এবং লিভার সিরোসিস সহ একাধিক সমস্যায় জর্জরিত ছিলেন অভিনেতা। অভিনেতার শারীরিক সমস্যা নিয়ে এবার কথা বললেন অভিনেত্রী অরুণা ইরানি।
১৯৬৭ সালে ‘উপকার’ সিনেমায় অভিনয় করেছিলেন অরুণা, যেটি ছিল মনোজ কুমার পরিচালিত প্রথম সিনেমা এই সিনেমায় অভিনেতার ভূমিকাতেও দেখা গিয়েছিল অভিনেতাকে। এরপর ১৯৭৪ সালের ‘রোটি কাপরা অর মাকান’, ১৯৬৭ সালের ‘পাত্থর কে সমান’ সহ একাধিক সিনেমায় মনোজের সঙ্গে কাজ করেছিলেন অরুণা।
আরও পড়ুন: ৮৭ বছরে জীবনাবসান, মনোজ কুমারের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন অক্ষয়, করণের
আরও পড়ুন: একটি বা দুটি নয়, করিনার টানা ১০টি সিনেমা হয়েছিল ফ্লপ, এক নজরে দেখুন তালিকা
সম্প্রতি দা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে অরুণা বলেন, ‘মনোজ বাবু আমার গুরু ছিলেন। আমি তাঁর সঙ্গে আমার কেরিয়ারের প্রথম সিনেমায় অভিনয় করি। উনি একজন দুর্দান্ত অভিনেতা, পরিচালক এবং প্রযোজক ছিলেন। তবে সব থেকে বড় কথা উনি একজন দুর্দান্ত মনের মানুষ ছিলেন।’
অরুণা বলেন, ‘শুধু মনোজ বাবু নন, ওঁর স্ত্রীও একজন অসাধারণ মানুষ ছিলেন। যদি উনি দশটি সিনেমা করতেন, তার মধ্যে নটি সিনেমায় আমাকে নিতেন। আমি ওঁর একে খুব যত্ন করে কাজ শিখেছিলাম। যখন আমাদের কারোর কাজ ভালো লাগে, তখন শুধু কাজের জন্য নয়, সেই মানুষটির সঙ্গ পাওয়ার জন্যও আমরা কাজ করি।’
মনোজ কুমারের অসুস্থতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘সময় এবং বয়সের বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন আগে আমিও পা ভেঙে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, উনিও সেখানে ভর্তি ছিলেন। কিন্তু আমার অসুস্থতার কারণে আমি ওঁকে দেখতে যেতে পারিনি।’
আরও পড়ুন: সৃজিতের পরের ছবিতে অ্যালেকজান্দ্রা টেলর? জল্পনা উসকাতেই কী বললেন?
আরও পড়ুন: আসতে চলেছে ‘পঞ্চায়েত ৪’! মুক্তির কথা ঘোষণা করতে বেছে নেওয়া হল কাদের?