দেবের প্রযোজনায় তৈরি 'বিনোদিনী: এক নটীর উপাখ্যান' মুক্তির আগে শুভেচ্ছা জানিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। তারপর থেকেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল গুঞ্জন, এবার নাকি দেবের হাত ধরেছেন অনির্বাণ! আর এখন জোর খবর, দেবের 'রঘু ডাকাত'এ অভিনয় করছেন তিনি। শোনা যাচ্ছে, দেবের পুজোর ছবিতে খল নায়কের ভূমিকায় দেখা যেতে পারে অনির্বাণকে। ইতিমধ্যেই নাকি পরিচালক-প্রযোজকদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাও হয়ে গিয়েছে তাঁর।
তবে এই প্রথম নয়। এর আগে SVF-প্রযোজিত পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'গোলন্দাজ' ছবিতে দেখা মিলেছিল অনির্বাণের। আর ঘটনাচক্রে এবার 'রঘুডাকাত'-এর পরিচালক প্রযোজক সেই এক। আর কয়েকদিন আগেই নাকি পরিচালক ধ্রুবর সঙ্গে মিটিং সেরেছিলেন দেব। সেই তখন থেকেই শোনা যাচ্ছে, খল চরিত্রে অনির্বাণের এন্ট্রির খবর। এদিকে 'রঘু ডাকাত'-এর ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। তার মধ্যে অনির্বাণ-দেবকে একফ্রেমে দেখা যাওয়ার খবর যে সিনেমপ্রেমীদের এই ছবি নিয়ে আগ্রহ আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে তা বলাই বহাুল্য।
আরও পডুন-‘রান্নার জিনিয়াস’ বেলা দে-কে নিয়ে জীবনের ১ম ছবি বানাচ্ছেন অনিলাভ চট্টোপাধ্যায়, অভিনয়ে কে?
এদিকে এর আগে সদ্য মুক্তি পাওয়া ছবি 'সত্য়ি বলে সত্যি কিছু নেই'-এর জন্য অনির্বাণকে বেছেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তবে তখন সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন অনির্বাণ। তখন তাঁর জায়গায় আসেন পরমব্রত চট্টোপাধ্যায়। এক্ষেত্রে কেউ কেউ বলেছেন, একাধিক বড় বড় অভিনেতার ভিড়ে হারিয়ে যেতে পারেন, সেই আশঙ্কাতেই নাকি সৃজিতের ছবির প্রস্তাব ফিরিয়েছেন তাঁর পর্দার 'খোকা'। এর আগে সৃজিত ছাড়াও অন্য পরিচালকের প্রস্তাবও নাকি একই কারণে ফিরিয়েছিলেন বলেও শোনা গিয়েছিল। আর এরপর থেকেই অনেকে বলতে থাকেন, অনির্বাণ আসলে সৃজিতকে ছেড়ে দেবের হাত ধরেছেন।