অনিল কাপুর এদিন দুটো ছবি পোস্ট তাঁর অনুরাগীদের সঙ্গে একটি খুশির খবর ভাগ করে নেন। জানান তিনি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের ভবিষ্যৎ গঠনের অন্যতম কারিগর হিসেবে স্বীকৃত হয়েছেন। আর এই খবর ভাগ করার পরই তাঁকে কটাক্ষ করা হয়।
আরও পড়ুন: বদলা নেওয়ার হুমকি লাভলির, সবক শেখাতে চিকিৎসকদের শ্রীলেখা বললেন, 'ওঁর মতো কারও চিকিৎসা করবেন না'
কী জানিয়েছেন অনিল কাপুর?
অনিল কাপুর এদিন দুটো ছবি পোস্ট করেন। একটি কেবল তাঁর। আরেকটিতে আরও একাধিক তারকার সঙ্গে তাঁর ছবি। সেই ছবির উপরে লেখা টাইম ১০০/ ai। এই ছবি দুটো পোস্ট করে অনিল কাপুর লেখেন, 'অত্যন্ত কৃতজ্ঞ এবং খুশির সঙ্গে জানাচ্ছি যে যে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের ভবিষ্যতকে রূপ দিচ্ছেন তাঁদের মধ্যে আমিও আছি। আমি নিজেকে এই তালিকায় খুঁজে পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি। টাইমের এই স্বীকৃতি কেমন সম্মান নয়, একই সঙ্গে ক্রিয়েটিভিটি এবং নতুন কিছু উদ্ভাবনে আমার সফরকেও বোঝাচ্ছে।'
আরও পড়ুন: ভরপুর অ্যাকশনের সঙ্গে মিশে রোমান্টিকতা, বাংলার সব থেকে বড় ব্যাঙ্ক ডাকাতির গল্প বলতে প্রস্তুত আবির - শিবপ্রসাদ
অনিল কাপুরের এই পোস্টে যেমন তাঁকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, তেমন অনেকেই কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের জগতে আপনার অবদানটা ঠিক কী?' আরেকজন লেখেন, '১ ২ কা ৪, ৪ ২ কা ১। AI এর ম্যাট্রিক্সে সাহায্য করেছেন নাকি?' কেউ আবার লেখেন, 'আপনার এই সম্মান গ্রহণ করা উচিত হয়নি। আপনি এটার যোগ্য নন।'
আরও পড়ুন: টিভির গণ্ডি পেরিয়ে OTT - তে এবার মহিষাসুরমর্দিনী! দুর্গা রাজনন্দিনী পালের সঙ্গে থাকছে আর কোন চমক?