দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সম্পর্কে ইতি পড়ল। ডিভোর্সের মামলা সেটেল হল আট বছরের লম্বা আইনি লড়াইয়ের পর। ব্র্যাড পিটের থেকে বিচ্ছেদ পেলেন অ্যাঞ্জেলিনা জোলি। আর এই বিষয়ে নিশ্চিত বার্তা দিলেন অভিনেত্রী উকিল। জানিয়েছেন অভিনেত্রী এবার স্বস্তি পেয়েছেন।
অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের ডিভোর্স নিয়ে কী জানিয়েছেন অভিনেত্রীর উকিল?
অ্যাঞ্জেলিনা জোলির ডিভোর্সের উকিল জেমস সিমন ডেইলি মেইলকে জানিয়েছেন যে অভিনেত্রী বিবাহ বিচ্ছেদ পাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন। এটা তাঁর কাছে একটি মাইলস্টোন বলেও জানাতে ভোলেননি তিনি।
এই বিষয়ে তিনি জানান, 'আজ থেকে ৮ বছর আগে, অ্যাঞ্জেলিনা জোলি মিস্টার ব্র্যাড পিট থেকে ডিভোর্স ফাইল করছিলেন। অভিনেত্রী আর ওঁর সন্তানরা সমস্ত সম্পত্তি যা ব্র্যাড পিটের সঙ্গে তাঁদের ছিল সেগুলো সব ছেড়েই চলে যান। সেই সময় থেকেই তিনি শান্তি খুঁজে চলেছেন। পরিবারকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন।'
তবে বিবাহ বিচ্ছেদের সমস্যা মিটলেও এখনও অন্য একটি আইনি ঝামেলায় জড়িয়ে আছেন ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। তবে ডেইলি মেইলের তরফে জানানো হয়েছে সেই কেসটিও অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট দ্রুত সমাধান করে নিতে চান। একটি আঙুর বাগান বিক্রি নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে।
সূত্রের তরফে অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের ডিভোর্সের বিষয়ে জানানো হয়েছে অ্যাঞ্জেলিনা জোলি আলোর সন্ধানে আছেন দীর্ঘ সময় অন্ধকারে কাটানোর পর। তিনি এদিন একই সঙ্গে জানান, 'উনি কখনও ব্র্যাড পিটের নামে প্রকাশ্যে আকথা কুকথা বলেননি। ওঁর সন্তানরাও এটা দেখেই বড় হয়েছেন যে কিছু মানুষের ক্ষমতা এবং বিশেষ সুবিধা পান তখন তাদের কথার আর কোনও দাম থাকে না। দুঃখের মূল্য থাকে না।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো সূত্রের তরফে জানানো হয়েছে অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের ছয় সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, ভিভিন এবং নক্স চেয়েছে যে অভিনেত্রী যেন এবার তাঁর নিজের জন্য কথা বলেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, স্বপক্ষে কথা বলেন।
আরও পড়ুন: লাপাতা লেডিজ, অমর সিং চমকিলা, বহুরূপী: ২০২৪-এ তাক লাগল কোন কোন ভারতীয় ছবি?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবারের জন্য অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাড পিটের থেকে ডিভোর্স চেয়ে মামলা করেন। তার মাত্র দুই বছর আগেই প্রায় এক দশকের প্রেমের পর তাঁরা গাঁটছড়া বেঁধেছিলেন। জানা যায় ডিভোর্স ফাইল করার আগে প্রাইভেট প্লেনে নাকি অ্যাঞ্জেলিনা জোলির গায়ে হাত তুলেছিলেন ব্র্যাড পিট।