নীতীশ তিওয়ারির রামায়ণ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। দিন দিন আগ্রহ বাড়ছে মানুষের এই ছবিটি নিয়ে। ইতিমধ্যেই জানা গিয়েছে এই ছবিতে রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখা যাবে। সাই পল্লবী হবেন সীতা। যশকে দেখা যাবে রাবণ হিসেবে। সানি দেওল হবেন হনুমান এবং লারা দত্তকে দেখা যাবে কৈকেয়ী হিসেবে। রকুলপ্রীত সিংকে সূর্পনখার বেশে দেখা যাবে। এবার আরও একটি চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে অমিতাভ বচ্চনকে দশরথের ভূমিকায় দেখা যাবে।
রাজা দশরথের ভূমিকায় অমিতাভ
জুম এন্টারটেইনমেন্টের একটি রিপোর্টে জানানো হয়েছে অমিতাভ বচ্চনকে এই ছবিতে রাজা দশরথের বেশে দেখা যাবে। যদিও এই প্রথমবার নয় যেখানে তাঁকে এমন একটি চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন: 'সত্যিই জীবন বাজি রাখে', সেলফি তুলতে গিয়ে ঝর্ণায় অর্পিতা! স্ত্রীকে বাঁচাতে সন্দীপনের 'দাদাগিরি' শুনে শিউরে উঠলেন সৌরভ
আরও পড়ুন: 'অনেকদিনের ইচ্ছে ছিল...' প্রথমে রানী ভবানীর চরিত্র করতেই চাননি তিয়াসা! পরে কেন হ্যাঁ বলেন রামপ্রসাদের জন্য?
এর আগেও সঞ্জয় খানের দ্য লেজেন্ড অব রাম ছবিতে দশরথের চরিত্রে অভিনয় করার জন্য বলা হয়েছিল। হৃতিক রোশনকে সেখানে রামের চরিত্রে এবং জায়েদ খানকে লক্ষ্মণের চরিত্র দেখা যাওয়ার কথা ছিল।
নীতীশ তিওয়ারির রামায়ণ
নীতীশ তিওয়ারির রামায়ণ ছবিটির শুটিং ২০২৪ সালের মার্চ থেকে শুরু হবে। সানি দেওল তাঁর অংশের শুট মে মাস থেকে শুরু করবেন আর যশ জুলাই থেকে। মনে করা হচ্ছে এই ছবিটি ২০২৫ সালের দীপাবলির সময় মুক্তি পাবে। তিন ভাগে মুক্তি পাবে এই ছবিটি। লন্ডনে তৈরি করা হয়েছে যশের লঙ্কা।
আরও পড়ুন: গ্র্যামিজয়ী মাইলি সাইরাসের সঙ্গে কাজ করতে চান পদ্মভূষণ ঊষা উথুপ, ফ্লাওয়ার্সের কভার ভাইরাল হতে বললেন, 'আশা করব...'
আরও পড়ুন: 'জগন্নাথ মন্দিরে সিঁদুর পরায় খুব গোপনে', প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দোলনকে ১৯৯৭ সালেই বিয়ে করেন দীপঙ্কর!
প্রসঙ্গত অমিতাভ বচ্চন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন। সেখানে তিনি তাঁর ছেলে অভিষেককে নিয়ে গিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। এরপরও আরও একবার তিনি এই মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছেন।