বয়স হচ্ছে। কিন্তু তাতে কি! ৮২ বছরেও তাঁর ক্যারিশমায় মুগ্ধ সকলে। এই বয়সেও দাপিয়ে কাজ করে চলেছেন কখনও সিনেমায়, কখনও রিয়েলিটি শোতে। কিন্তু এবার অমিতাভ স্বীকার করলেন যে বয়সের প্রভাব কাজে পড়ছে। ভুল হচ্ছে।
আরও পড়ুন: জল্পনা সত্যি করে মাসখানেকেই বদলাচ্ছে অপরাজিতার 'চিরসখা'? সুদীপকে সরিয়ে আসছেন কে?
কী ঘটেছে?
সম্প্রতি একটি ব্লগ পোস্টে বয়সের কারণে যে কাজে সমস্যা হচ্ছে সেই কথা স্বীকার করে নিলেন অমিতাভ বচ্চন। জানালেন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। শুধু তাই নয়, কাজে ভুল হচ্ছে, লাইন (সংলাপ) মনে রাখতে পারছেন না সেটে, সেটাও স্বীকার করে নেন।
ব্লগ নম্বর ৬২২২ যা গত ২৮ ফেব্রুয়ারি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন সেখানে তিনি লেখেন, 'বয়স যত বাড়ে তত যে খালি সংলাপ মনে রাখতে সমস্যা হয় সেটাই নয়। একাধিক বার্ধক্যজনিত সমস্যা দেখা দেয়। সেটার জন্য যেমনটা করতে বলা হয় সেটা করা যায় না।' বিগ বি তাঁর এই পোস্টে আরও জানান, 'যখন বাড়ি ফিরে আসি তখন উপলব্ধি হয় যে কী কী ভুল করেছি এবং সেগুলো কীভাবে শুধরে নেওয়া যেতে পারে।'
অমিতাভ বচ্চন এদিন আরও জানিয়েছেন যে তিনি মধ্যরাতে পরিচালকদের ফোন করেন এবং তাঁদের অনুরোধ করেন যাতে তাঁরা তাঁকে আরও একটু সুযোগ দেন তাঁর ভুলগুলো শুধরে নেওয়ার, আরও ভালো করে কাজটা করার। এদিন তাঁর লেখা থেকে জানা যায় যে তিনি ভীষণ আতঙ্কিত কারণ বিগত বহু দিন ধরে একাধিক কাজ যা তাঁর করার কথা সেগুলো বাকি পড়ে আছে। সেগুলো শেষ করতে হবে। কিন্তু তাঁর সেই 'আগামীকাল' কখনই আসে না যেখানে তিনি এই কাজগুলো শেষ করবেন বলে ঠিক করেছেন। তবে বলিউডের শাহেনশা জানিয়েছেন তিনি আরও কড়া নিয়মানুবর্তিতা মেনে চলছেন, কাজে ফোকাস বাড়াচ্ছেন।
এত বয়স হলেও অমিতাভের জন্য যে ৮ থেকে ৮০ সকলেই পাগল, দেশে বিদেশে ছড়িয়ে আছে তাঁর অনুরাগীরা সেটা তিনি জানেন। আর তাই অভিনয়ের পাশাপাশি এই বয়সে প্রতি সপ্তাহে নিয়ম করে রবিবার অনুরাগীদের সঙ্গে দেখা করেন।
আরও পড়ুন: বড় পর্দায় ফের একসঙ্গে বিক্রম-শোলাঙ্কি! কোন ছবিতে দেখা যাবে 'ইচ্ছে নদী'র জুটিকে?
আরও পড়ুন: সা রে গা মা পা শেষ হতেই নতুন শুরুর ঘোষণা ফার্স্ট রানার আপ ময়ূরীর! এবার কোথায় শোনা যাবে তাঁর গান?
অমিতাভ বচ্চনের কাজ
অমিতাভ বচ্চন বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনা করবেন। এছাড়া তাঁকে আগামীতে রণবীর কাপুরের সঙ্গে রামায়ণ ছবিতে দেখা যাবে বলেই জানা গিয়েছে। তাঁকে শেষবার কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা গিয়েছিল।