বহুদিন পর গদর ২র হাত ধরে সাফল্যের মুখ দেখেছেন আমিশা প্যাটেল। তবে তারপরেও এই পিরিয়ড ড্রামা ছবি ও পরিচালককে নিয়ে আমিশা কোনওভাবেই সন্তুষ্ট নন। এর আগে গদর-এর পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বহুবার। ফের একবার পরিচালকতে নিয়ে বিস্ফোরক আমিশা।
পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ আনলেন আমিশা প্যাটেল। তাঁর সাম্প্রতিক দাবি, ছবিটি যেভাবে তৈরি করা হয়েছে তাতে তিনি প্রতারিত বোধ করেছেন। তিনি বলেন প্রথমে তাঁকে ছবির যে বলা গল্প হয়েছিল, ছবিটি তার থেকে অনেকটাই আলাদা। অথচ তাঁকে যে গল্প বলা হয়েছিল, যেখানে তাঁর সাকিনার চরিত্রটিকে প্রাধান্য দেওয়া হয়েছিল। অভিনেত্রীর আরও দাবি, ছবির শুটিংয়ের সময় পরিচালক অনিল শর্মা এক বছর ধরে তাঁকে উপেক্ষা করে গিয়েছেন।
গদর-৩ তৈরি হলে তিনি কি ফের তাতে কাজ করবেন? এবিষয়ে আমিশা সম্প্রতি বলেন, যদি নির্মাতারা কখনও গদর: এক প্রেম কথা (২০০১) এর আরও একটি সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করেন, তাহলে যথাযথ কাগজপত্র দেখে তবেই তিনি গদর ৩-তে সই করবেন।
মনীশ পালের সঙ্গে এক কথোপকথনে তিনি বলেন, ‘আমি গদর ২ করতে রাজি হয়েছিলাম কারণ সাকিনা ক্লাইম্যাক্সে খলনায়ককে হত্যা করে। এটা উপযুক্ত ছিল কারণ খলনায়ক (পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল হামিদ ইকবাল, মনীশ ওয়াধওয়া অভিনীত) সাকিনার বাবা আশরাফ আলিকে হত্যা করেছিল। সবাই এই দৃশ্যে সহমত ছিলেন। সানি জি (সানি দেওল)ও এর জন্য প্রস্তুত ছিলেন এবং সংলাপগুলিও প্রস্তুত ছিল। এটা হলে ছবিটা দুর্দান্ত ভাবে শেষ হত।’
আরও পড়ুন-আগামী ২ বছর এই বাড়িতেই থাকবেন শাহরুখ-গৌরী, সামনে এল অ্যাপার্টমেন্টের নতুন ভিডিয়ো..
আমিশা বলেন, 'অনিল শর্মাজি আমার পরিবারের মতো; আমি ওঁকে ২৭ বছর ধরে চিনি। তাই, যখন আমরা প্রথম গদর ছবিতে কাজ করা শুরু করি, তখনও কোনও চুক্তি ছিল না, কোনও প্রকৃত চিত্রনাট্য ছিল না, যাতে আমরা ছবির সাফল্যের প্রয়োজনে গল্পটি পরিবর্তন করতে পারি। তিনি আমাকে তাঁর উপর আস্থা রাখতে বলেছিলেন এবং বলেছিলেন, 'আমি কি এমন কিছু করতে পারি যা সাকিনাকে দুঃখ দেবে?' তাই আমিও তাঁর কথায় বিশ্বাস রেখে কাজ করেছি এবং ছবিটির শুটিং করেছি।
আমিশা বলেন, পরিচালক এক বছর ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তাঁর কথায়, ‘পালমপুর (যেখানে গদর ২-এর প্রথম শিডিউলের শুটিং হয়েছিল) থেকে মুম্বই ফিরে আসার পর, পরিচালক এক বছর আর আমার সঙ্গে যোগাযোগ করেননি। সেই সময়, আমি জানতে পারি যে তিনি আমাকে না জানিয়েই চুপিচুপি ক্লাইম্যাক্সের শুটিং করেছেন, আমরা ফিরে আসার দুই মাস পরে সেটা ঘটে।’ তিনি আরও বলেন যে বর্তমান যে ক্লাইম্যাক্স অনেকের কাছেই অদ্ভুত বলে মনে হচ্ছে, বিশেষ করে এতে কোনও কারণ এতে দেখানো হয়নি যে কেন খলনায়ককে হত্যা করা হচ্ছে।