আগামী ৯ মে বড় পর্দায় মুক্তি পাবে শিবপ্রসাদ- নন্দিতা পরিচালিত ‘আমার বস’। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার এবং একটি গান মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেল সিনেমার দ্বিতীয় গান, ‘মালাচন্দন’। এই গানে শ্রাবন্তীর সঙ্গে একেবারে অন্যরূপে ধরা দিলেন শিবপ্রসাদ। এবার তিনি আরও অনেক বেশি রোম্যান্টিক।
সিনেমার টিজার দেখে ইতিমধ্যেই দর্শক বুঝে গেছেন, মা এবং ছেলের একটি গল্প দেখানো হবে এই সিনেমায়। এই সিনেমার হাত ধরে প্রায় ২২ বছর পর পর্দায় ফিরতে চলেছেন রাখি। সিনেমায় রয়েছেন শ্রাবন্তীও। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেও দেখা যাবে শিবপ্রসাদ-শ্রাবন্তীকে।
আরও পড়ুন: 'একমাত্র বোকারাই...', ‘টয়লেট’ কটাক্ষে নাম না করে জয়াকে বিঁধলেন অক্ষয়?
আরও পড়ুন: মায়ের কোলে বসে দুই বিখ্যাত নায়িকা, একজন আবার মিস ইন্ডিয়া, চিনতে পারছেন এঁদের?
মালাচন্দন গান
মালাচন্দন এমন একটি গান যার মধ্যে রয়েছে ভালবাসা, বিচ্ছেদ, প্রেম বিয়ে, রোম্যান্স, ঘনিষ্ঠতা, সবকিছুই। গানের প্রথম দৃশ্য শুরু হয় জয় গোস্বামীর সঙ্গে শ্রাবন্তীর আলাপচারিতার মাধ্যমে। শিবপ্রসাদের সঙ্গে শ্রাবন্তীর প্রথম আলাপ। ধীরে ধীরে তা বদলে হয়ে যায় প্রেমে। এরপর বিয়ে, সংসার।
গানের মধ্যে বেশ কিছু দৃশ্যে ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করতে দেখা যাবে শিবপ্রসাদ এবং শ্রাবন্তীকে। তবে চুমু খেয়ে নয়, স্ত্রীর খোলা পিঠে কবিতা লেখেন তিনি। যে গানে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা, ঘনিষ্ঠতা এক অন্য মাত্রা পেয়েছে। গানের পরবর্তী দৃশ্যে দেখা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ায় তাঁরা একে অপরের থেকে দূরে চলে যান।
মালাচন্দন, এই গানের মাধ্যমে ফুটে উঠে এক প্রেমিক-প্রেমিকার স্বামী-স্ত্রী হয়ে ওঠার গল্প। নগ্নতা না দেখিয়ে একটু অন্যভাবে ভালোবাসার ও বিচ্ছেদের গল্প বলেছেন 'আমার বস'-এর পরিচালক। এই একটি গানের মাধ্যমেই যেন ফুটে উঠেছে একটা সংসার ভেঙে যাওয়ার কষ্ট। অনুপমের গলায় গাওয়া এই গান যেন এক নিমিষে বলে দেয় আরও অনেক না বলা কথা।
তবে শুধু শ্রাবন্তীর সঙ্গে নয়, এর আগেও পাওলি এবং কৌশানির সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ। তবে তাঁর কথায়, তিনি মোটেও এই ধরনের দৃশ্যে অভিনয় করতে সচ্ছন্দ্যবোধ করেন না। এক্ষেত্রে অভিনেত্রীদেরই এগিয়ে আসতে হয় তাঁকে সাহায্যের জন্য। এক্ষেত্রেও তাই ঘটেছে। শ্রাবন্তীর সহযোগিতাতেই ফুটে উঠেছে এত সুন্দর ভালবাসার দৃশ্য।
আরও পড়ুন: শাহরুখের সিনেমা দেখে কেঁদে ভাসালেন আমেরিকান, ভিডিয়ো দেখে হেসে খুন নেটিজেনরা
আরও পড়ুন: ক্যানসারের চিকিৎসা সেরে ফিরেছেন বাড়ি, এখন কেমন আছেন আয়ুষ্মান পত্নী?
‘আমার বস’ সিনেমার প্রথম গান ‘বসন্ত ডেকেছে আমাকে’ গানটির প্রথম ঝলক মুক্তি পেয়েছিল গত ৮ মার্চ। সরস্বতী পুজোর প্রেক্ষাপটে তৈরি এই গানটি রিলিজ হয় ১০ মার্চ। অনুপম রায়ের লেখা ও সুরে এই গান গেয়েছেন তাঁর স্ত্রী প্রশ্মিতা।