'স্ত্রী'-এর পর রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুরের 'স্ত্রী-২'ও সুপার হিট। আর তাই স্ত্রী-৩ আনার কথা ঠিক করে ফেলেছেন নির্মাতারা। আর এই ছবির তৃতীয় কিস্তিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। এই পার্ট থ্রিতে অক্ষয়ের ফিরে আসার প্রসঙ্গে দীনেশ বিজন আক্কিকে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের 'থানোস' বলে অভিহিত করেছেন।
চলতি সপ্তাহের শুরুতে, ম্যাডক ফিল্মস তাঁদের আসন্ন লাইন আপ ঘোষণা করেছে। জানিয়েছে যে ২০২৭ সালে ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'স্ত্রী ৩'। স্কাই ফোর্সের ট্রেলার লঞ্চের সময় অক্ষয় মজা করে বলেছিলেন, দেরিতে হলেও এই ছবির হাত ধরেই তিনি দীনেশ বিজনের সঙ্গে কাজ করতে চলেছেন। অনুষ্ঠানে অক্ষয়কে প্রশ্ন করা হয়, তিনি এখন প্রযোজকের হরর-কমেডি ইউনিভার্সের অংশ হবেন? উত্তরে অক্ষয় বলেন, 'এটায় আমি কী বলতে পারি? দীনেশ ও জ্যোতিকেই (দেশপাণ্ডে; প্রযোজক) সেটা ঠিক করতে হবে। তাঁরাই ছবিতে টাকা ঢালছেন।
স্ত্রী ৩-তে তাঁর ফিরে আসার ইঙ্গিত দিয়ে অক্ষয় লেন, ‘অউর অমর কৌশিক কো ডাইরেক্ট করনা হ্যায় (থাকতে পারি, তবে অমর কৌশিককে এই ছবির পরিচালনা করতে হবে)’। প্রসঙ্গত অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’, ২০২৪ সালে বক্স অফিসে দারুণ ভাবে সফল। আর অক্ষয়ের কথা প্রসঙ্গ ধরে দীনেশ বলেন, ‘অবশ্যই, তিনি আমাদের এই মহাবিশ্বের একটি অংশ। তিনি আমাদের থানোস (হাসি)।’
আরও পড়ুন-ছবিতে দেখানো হবে হিংস্র শিয়ালের সঙ্গে লড়াই, আদিবাসী মেয়ের গল্প নিয়ে আসছে 'ঝুমুর'
স্ত্রী-র দুনিয়ায় অক্ষয়
গত বছর অন্যতম বড় ব্লকবাস্টার হিট ছবি ছিল 'স্ত্রী ২'। এবং এই হরর কমেডির সাফল্যের পিছনে একটি বড় কারণ ছিল বেশ কয়েকটি ক্যামিওর উপস্থিতি। যা সিনেপ্রেমী অনুরাগীদের আরও বেশি আগ্রহী করে তোলে। সবচেয়ে বড় ক্যামিও ও বিস্ময় ছিলেন চন্দ্র ভানের বংশধরের চরিত্রে অক্ষয় কুমার, চান্দেরির হাসিখুশি, মাতাল, উগ্র জাতীয়তাবাদী পিতৃপুরুষ যিনি স্ত্রী ও তার স্বামীকে হত্যা করেছিলেন। ভিকি এবং গ্যাং তাকে ভোপালের একটি মানসিক হাসপাতালে খুঁজে পায়।