দিনটা ছিল ২০২৪-এর ৯ মে। ওইদিনই সাতপাকে বাঁধা পড়েন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। আর বিয়ের পর ২৬ ফেব্রুয়ারিই ছিল এই টলি দম্পতির প্রথম শিবরাত্রি। আর তাই বুধবার প্রথা মেনে শিবরাত্রি পালন করেছেন কৌশাম্বি। সোশ্য়াল মিডিয়ার পাতায় সে ছবি পোস্টও করেছেন তিনি।
কৌশাম্বির সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে হলুদ রঙের তাঁতের শাড়ির সঙ্গে লাল ডিজাইনার ব্লাউজে দেখা গিয়েছে। শাড়ির সঙ্গে অভিনেত্রী পরেছিলেন একটা ছিমছাম কানের দুল, হাতে নোয়া, তাঁর সিঁথিতে ছিল সিঁদুর। শিবলিঙ্গে জল ঢালতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। 'হরহর' মহাদেব ক্যাপশানে ছবিটি পোস্ট করেছেন কৌশাম্বি। যদিও এদিন ছবিতে তাঁর সঙ্গে অভিনেতা স্বামী আদৃত রায়কে দেখা যায়নি। আদৃতও কৌশাম্বির মতো শিবরাত্রির উপবাস রেখেছিলেন কিনা, সেই তথ্যও মেলেনি।
আরও পড়ুন-‘বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনও ওঠেনি’, এখন কি বদলেছে সোনাক্ষীর জীবন