চলতি মাসেই শেষ হয়েছে ‘আলো ছায়া’-র শ্যুটিং। তাই তো, সিরিয়ালে ‘আলো’ ওরফে দেবাদৃতা বসু পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েছেন ছুটি কাটাতে। বোন এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আপাতত দেবাদৃতা রয়েছেন দার্জিলিংয়ে। সেখান থেকেই নিজের ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছেন একাধিক ছবি ও ভিডিও। ‘আলো’র লুক থেকে বেরিয়ে একেবারে স্বমহিমায় দেবাদৃতা। যা মন কেরেছে নেটাগরিকদের। ‘জয়ী’ ধারাবাহিকে নাম ভূমিকায় প্রথম দেখা গিয়েছিল দেবাদৃতাকে। তারপর ‘আলো ছায়া’য় ‘আলো’র চরিত্রে। দুটি ধারাবাহিকেই দেবাদৃতার অভিনয় মন জয় করেছে টেলিপ্রেমীদের। ৩১ মার্চ শেষ হয় ‘আলো ছায়া’র শ্যুটিং। এতদিন সবার সঙ্গে কাজ করার পর স্বভাবতই শেষ দিনে বিষাদের সুর ছিল দেবাদৃতার গলাতেও। এক সাক্ষাৎকারে পরদার আলো বলেছিলেন, ‘টানা ২ বছর কাজ করতে করতে আমরা সবাই একটা পরিবার হয়ে গিয়েছিলাম। সেটে এ ওকে খাইয়ে দিত। খুব মিস করব সবাইকে।’ সঙ্গে মেনে নিয়েছিলেন ভালোর রেশ থাকতে থাকতে কোনও কিছু শেষ হয়ে যাওয়া উচিত। জানিয়েছিলেন, একটানা কাজ করে ক্লান্ত। সাময়িক বিরতি নিতে চান অভিনেত্রী। আপাতত, দেবাদৃতার হাতে রয়েছে একাধিক কাজের অফার। এখনও ঠিক করেননি কোনটা করবেন। তাই আগাম কিছুই জানাননি অভিনেত্রী। সে যাই হোক, আপাতত দেবাদৃতা ব্যস্ত দার্জিলিংয়ে। নীল-সাদা ওভারকোট আর ম্যাচিং টুপিতে পাহাড়ের রাস্তায় হিন্দি গানের সুরে কোমর দোলাচ্ছেন অভিনেত্রী। কখনও বা হোটেলের ঘর থেকেই বোনের সঙ্গে পোস্ট করছেন নাচের ভিডিও।