চলতি বছর জন্মদিনে নতুন বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়েছিলেন অভিনেতা আমির খান। দুটি বিবাহ বিচ্ছেদের পর আবার নতুন করে প্রেমে পড়েছেন তিনি। আমিরের এই নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে কোনও আপত্তি জানাননি পরিবারের কোনও সদস্য,এমনকি প্রাক্তন স্ত্রীরাও সাদরে গ্রহণ করেছেন গৌরীকে। এবার ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে গৌরীকে নিয়ে হাজির হলেন আমির।
চলতি বছর দ্বিতীয় ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে গৌরীকের সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন আমির খান। ট্রাডিশনাল সাজে সেজে ছিলেন দুজনেই। নতুন বান্ধবীর হাতে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেল অভিনেতাকে। অভিনেতার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনা অভিনেতা শেন টিং এবং মা লি।
আরও পড়ুন: 'একমাত্র বোকারাই...', ‘টয়লেট’ কটাক্ষে নাম না করে জয়াকে বিঁধলেন অক্ষয়?
আরও পড়ুন: মায়ের কোলে বসে দুই বিখ্যাত নায়িকা, একজন আবার মিস ইন্ডিয়া, চিনতে পারছেন এঁদের?
অনুষ্ঠান থেকে যে ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলছেন আমির, গৌরী, শেন, মা লি। ছবি তোলার ফাঁকে হাসতে হাসতে নিজেদের মধ্যে কথোপকথনও করতে দেখা যায় তাঁদের।
গত ৯ এপ্রিল শুরু হওয়া এই অনুষ্ঠানে আমির পরেছিলেন একটি কালো কুর্তা এবং সাদা পায়জামা, সঙ্গে ছিল একটি কালো রঙের শাল, যাতে ছিল সোনালী রঙের কাজ। গৌরীর পরনে ছিল একটি ফ্লোরাল প্রিন্টের শাড়ি।
প্রসঙ্গত, ৬০ বছর জন্মদিন উপলক্ষে সকলের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। গৌরীকে পরিচয় করাতে গিয়ে আমিন বলেছিলেন, ‘এতদিন এই সম্পর্কের কথা সকলের থেকে লুকিয়ে রেখেছিলাম। তবে আমার মনে হয় এটাই ভালো সময়। আমি গৌরী একে অপরকে ২৫ বছর ধরে চিনি। দেড় বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি। ও আমার ছোটবেলার বন্ধু এবং আমার বর্তমান প্রেমিকা।’
আরও পড়ুন: শাহরুখের সিনেমা দেখে কেঁদে ভাসালেন আমেরিকান, ভিডিয়ো দেখে হেসে খুন নেটিজেনরা
আরও পড়ুন: ক্যানসারের চিকিৎসা সেরে ফিরেছেন বাড়ি, এখন কেমন আছেন আয়ুষ্মান পত্নী?
উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির। ২০০২ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। ২০০৫ সালে দ্বিতীয় বিয়ে হয় কিরণ দত্তের সঙ্গে, বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ২০২১ সালে। জীবনের সায়াহ্নে এসে আবার নিজের ভালোবাসা খুঁজে পেয়েছেন আমির।