আজ রায়বরেলি থেকে মনোনয় পেশ করলেন রাহুল গান্ধী। দীর্ঘ জল্পনার পর অবশেষে উত্তরপ্রদেশে তাঁর মায়ের জেতা আসনে লড়তে রাজি হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। আর রাহুলের রায়বরেলি থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে বাংলার মাটি থেকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী সোনিয়া গান্ধীকেও কটাক্ষ করেন মোদী। আজ বর্ধমান-দুর্গাপুর আসনে দিলীপ ঘোষ এবং পূর্ব বর্ধমানের প্রার্থী অসীম সরকারের সমর্থনে জনসভা করতে এসে মোদী বলেন, 'আমি আগেই বলেছিলাম, ওয়ানাড়ে যুবরাজ হারবে, এরপরে তিনি অন্য এক আসনের খোঁজে নামবেন।' (আরও পড়ুন: শাহের 'ভুয়ো ভিডিয়ো' কাণ্ডে দিল্লি পুলিশকে 'টেক্কা' হায়দরাবাদের, 'হিটউইকেট' BJP)
আরও পড়ুন: 'ব্যাখ্যার আছিলায় রিভিউ', ২জি স্পেকট্রাম রায় নিয়ে মোদী সরকারের আবেদন খারিজ SC-তে
রাহুল এবং সোনিয়া গান্ধীকে নিয়ে আজ মোদী বলেন, 'আমি ইতিমধ্যে সংসদে বলেছিলাম যে তাদের (কংগ্রেস) সবচেয়ে বড় নেত্রী নির্বাচনে লড়াই করার সাহস করবেন না এবং তিনি পালিয়ে যাবেন। সে রাজস্থানে পালিয়ে রাজ্যসভায় এসেছেন... আমি আগেই বলেছিলাম যে শাহজাদা ওয়ানাড়ে হারতে চলেছে। আমি বলেছিলাম যে ওয়ানাড়ে ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই তিনি অন্য আসন খুঁজতে শুরু করবেন... তিনি আমেঠিকে এতটাই ভয় পাচ্ছেন যে রায়বেরেলির দিকে ছুটছেন। তারা সবাইকে 'ভয় পেতে' বারণ করেন। আজ আমিও তাদের উদ্দেশে বলতে চাই, ভয় পেও না, পালিয়ে যেও না...' (আরও পড়ুন: ভারতকে 'জেনোফোবিক' আখ্যা দিয়ে 'চরম অপমান' বাইডেনের, সাফাইতে হোয়াইট হাউজ বলল...)
আরও পড়ুন: ৫ ডিগ্রি নামবে কলকাতার পারদ! দক্ষিণবঙ্গে এবার লাগাতার বৃষ্টির পূর্বাভাস
উল্লেখ্য, এর আগে মনে করা হয়েছিল, সোনিয়ার ছেড়ে যাওয়া রায়বরেলি থেকে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে কংগ্রেস নেতৃত্বের অনুরোধ সত্ত্বেও নাকি নির্বাচনী ময়দানে নামতে চাননি প্রিয়াঙ্কা। এদিকে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা নিজে আমেঠি থেকে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সম্প্রতি। উল্লেখ্য, ২০০৪, ২০০৯, ২০১৪ সালে টানা তিনবার এই আমেঠি আসন থেকে জিতেছিলেন রাহুল গান্ধী। তবে ২০১৯ সালে আমেঠি থেকে হেরে গিয়েছিলেন রাহুল। এই আসন থেকে জিতেছিলেন বিজেপির স্মৃতি ইরানি। তবে সেবারে কেরলের ওয়ানাড় থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন রাহুল। সেখান থেকে জিতে লোকসভায় পা রেখেছিলেন তিনি। এবারও ওয়ানাড় থেকে ভোটে লড়ছেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই তিনি সেখানে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর পাশাপাশি এবার রায়বরেলি থেকে লড়তে চলেছেন রাহুল গান্ধী। (আরও পড়ুন: আইপ্যাকের প্রতীক জৈনকে আমার পদ দেওয়া হোক, ফের বিস্ফোরক কুণাল ঘোষ)
আরও পড়ুন: কলকাতায় মাথাপিছু ১৫০ লিটার থেকে জলের চাহিদা বেড়ে ৪৫০! সঙ্গে নামছে গঙ্গার জলস্তর
এদিকে রায়বরেলি আসন থেকে অতীতে ফিরোজ গান্ধী, ইন্দিরা গান্ধীরা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৫২ সাল থেকে এই আসনে মাত্র তিনবার হেরেছে কংগ্রেস - ১৯৭৭, ১৯৯৬ এবং ১৯৯৮ সালে। ২০০৪ থেকে টানা এই আসনে জিতে এসেছেন সোনিয়া গান্ধী। এই লোকসভা আসনের অধীনে থাকা পাঁচটি বিধানসভা কেন্দ্রে গতবার জয়ী হয়েছিল সমাজবাদী পার্টি। মাত্র একটি আসনে জিতেছিল বিজেপি।