ভোটের আগেই রক্তাক্ত তমলুক লোকসভা কেন্দ্র। সেখানে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃত তৃণমূল নেতার নাম শেখ মইবুল। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহিষাদলের বেতকুণ্ডুতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল বিজেপির দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জানা গিয়েছে, বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল শেখ মইবুলের। এরপরই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁর ওপরে হামলা চালিয়েছিল। (আরও পড়ুন: ষষ্ঠীতে বাংলায় নির্বাচন ৮ আসনে, একুশে নিরিখে আসন ধরে ধরে কোথায় এগিয়ে BJP, TMC?)
আরও পড়ুন: ভোট ষষ্ঠীর ৫৮ আসনে গতবার কটিতে জিতেছিল BJP? আজকের দফায় বিরোধীরা কোথায় এগিয়ে?
রিপোর্ট অনুযায়ী, শুক্রবার বিকেলে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে বচসা হয়েছিল মইবুলের। তারপরই দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। এরপর রক্তাক্ত অবস্থায় মইবুলকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তমলুকে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মৃত্যু হয় মইবুলের।
আরও পড়ুন: WB Lok Sabha Vote LIVE: ‘শান্তিপূর্ণ নাও হতে পারে ভোট’, আশঙ্কা অভিজিতের
এদিকে এদিকে ভোটগ্রহণ শুরুর আগেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করলেন যে নির্বাচন হয়ত শান্তিপূর্ণ নাও হতে পারে। নন্দীগ্রামে ভোটের আগের রাতে ফের ‘ঝামেলা’ হয়েছে বলে দাবি করেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘পুলিশ সন্ত্রাস করছে। পুলিশের গায়ে উর্দি আছে, তাই সন্ত্রাস করার অনুমতি আছে। মমতা ও অভিষেক এই পরিকল্পনা করেছে। ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে।’