উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫- একনজরে পরিসংখ্যান
২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এবার নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা হল ৫.০৯ লাখ। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ছিল ৫,৬৫,৪২৮। তারপর একাদশ শ্রেণির জন্য নাম নথিভুক্ত করেছিলেন প্রায় ৫.৬৪ লাখ পড়ুয়া। সেখানে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছেন প্রায় ৫.১ লাখ পড়ুয়া।
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা স্পেশাল হয়ে উঠেছে আরও একটা কারণে। ২০২৬ সাল থেকে সেমেস্টারের ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। অর্থাৎ পুরনো পদ্ধতিতে এবারই শেষবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। ২০২৬ সাল থেকে নয়া ধাঁচে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। আর প্রথমবার সেমেস্টারের ভিত্তিতে সেই পরীক্ষা দেবেন সেই ছাত্র-ছাত্রীরা, যাঁরা ২০২৪ সালে মাধ্যমিক দিয়েছিলেন।
অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখবেন কীভাবে?
- ১) উচ্চমাধ্যমিক ফলপ্রকাশের পরে ছাত্র-ছাত্রীদের wbresults.nic.in-তে যেতে হবে।
- ২) ‘West Bengal Council of Higher Secondary Education Examination Results- 2025' দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।
- ৩) রোল নম্বর এবং ক্যাপচা দিয়ে ‘Submit’-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখাবে।
উচ্চমাধ্যমিকের পরে সামনে কী রাস্তা আছে?
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরই কলেজ জীবনে পা দেবেন পড়ুয়ারা। তাঁদের সামনে বিভিন্ন দিকে যাওয়ার সুযোগ আছে। অনেকেই উচ্চমাধ্যমিকের পরে ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল পড়তে যান। তাঁরা মূলত মাধ্যমিকের পর থেকেই জয়েন্ট পরীক্ষা বা সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (নিট) প্রস্তুতি শুরু করে দেন। তাছাড়াও উচ্চমাধ্যমিকের পরে অনেকে নির্দিষ্ট বিষয় নিয়ে স্নাতক স্তরে ভরতি হতে পারেন। আবার অনেকে প্রফেশনাল কোর্সেও ভরতি হয়ে থাকেন। সবমিলিয়ে কেরিয়ার কোন পথে এগোবে, তা উচ্চমাধ্যমিক স্তরে নির্ধারণ করে থাকেন অনেকে।
HS 2025 Result FAQs
- উচ্চমাধ্যমিকে মোট কত নম্বরের পরীক্ষা হয়? ছ'টি বিষয় থাকে। ৫০০ নম্বরের পরীক্ষা হয়। দুটি ভাষা ও বাকি তিনটি সেরা বিষয়ের নম্বর যোগ করা হয়।
- উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কোথা থেকে দেখবেন? হিন্দুস্তান টাইমস বাংলা (betvisaonline.com) এবং wbresults.nic.in
- কবে সেমেস্টার ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে? ২০২৬ সাল থেকে সেমেস্টার ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে।
- উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজক কারা? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজন করে উচ্চমাধ্যমিক পরীক্ষার।