শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ২২ গজ। এখনও পর্যন্ত ভারতের সব ২২ গজ সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট হয়েছে। প্রথম সেমিফাইনালে ওয়াংখেড়েতে রান বন্যার সাক্ষী থেকেছেন দর্শকরা। হাই স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে অবশেষে শেষ হাসি হেসেছে ভারত। ম্যাচে দুই দল মিলিয়ে উঠেছে ৭২৪ রান। যা বিশ্বকাপের নক আউট পর্বে এক নয়া নজির। এমন আবহে আমদাবাদের উইকেট কেমন হবে, সেদিকে নজর রয়েছে দুই দলের। তবে উইকেটের একটা বিশেষ অংশ যে অজি শিবিরের চিন্তা বাড়াতে পারে তা বলাই যায়।
শনিবার আমদাবাদের মোতেরার যে উইকেটে ফাইনাল খেলা হবে, সেই উইকেটটা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।উইকেটের একটি বিশেষ অংশকে বারবার পরীক্ষা করতে দেখা যায় তাঁকে। বেশ চিন্তিতও দেখাচ্ছিল অজি অধিনায়ককে। পিচের দুই দিক প্রায় পাঁচ মিটারের একটি প্যাচ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে অজি শিবির। ওই অংশে হয় মাঠকর্মীদের তরফে জল দেওয়া হয়নি বা কম দেওয়া হয়েছে। ফলে ওই অংশের মাটিতে বেশ রুক্ষতা রয়েছে। অর্থাৎ ম্যাচ যত গড়াবে, ওই অংশে স্পিনারদের বল পড়ে তত বেশি স্পিন করার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর তা যদি বাস্তব হয়, তা হলে ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব ভয়ানক রুপ ধারণ করতে পারেন। এমন পরিস্থিতিতে কী ভাবে ভারতীয় স্পিনারদের মোকাবিলা করা যায়, তা নিয়েই পরিকল্পনা করছে অজি শিবির।
উইকেট দেখার পরে অজি শিবির নিশ্চিত যে, এই উইকেটে বল স্পিন করবে।অজি শিবির থেকে এই পিচকে অনেকটা ইন্দোরের পিচের সঙ্গে তুলনা করা হচ্ছে। চলতি বছরেই এই ইন্দোরের যে পিচে অজিরা তৃতীয় টেস্ট খেলেছিল, সেই পিচের মত অনেকটা হতে চলেছে এই আমদাবাদের পিচ বলে মনে করছেন অজিরা। ঘটনাচক্রে ওই ম্যাচে জিতেছিল অজিরা। ওই ম্যাচে অজিদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ট্র্যাভিস হেড। যিনি ওডিআই বিশ্বকাপের ফাইনালে অজিদের হয়ে আবার ইনিংস ওপেন করতে চলেছেন। ঘটনাচক্রে আমদাবাদে রবিবার যে পিচে ফাইনাল খেলা হতে চলেছে, সেই পিচেই প্রায় এক মাস আগে খেলা হয়েছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ওই ম্যাচের পিচকে যদিও আইসিসির তরফে গড়পড়তা রেটিং দেওয়া হয়েছিল।