টানা তিন ম্যাচে জয়ের পর আজ বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপে নামছে ভারত। এবার তাদের টার্গেট বাংলাদেশ। আজ পুণের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। গত তিন ম্যাচ জিতে এই মুহূর্তে আত্মবিশ্বাসের চরম পর্যায়ে রয়েছে রোহিত শর্মার দল। এবার শাকিবদের বিরুদ্ধে নামবেন রোহিতরা।
বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারত এবং বাংলাদেশ একে অপরের সঙ্গে ৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত তিনবার জয়ের মুখ দেখে। ২০০৭ বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে ভারত হারে বাংলাদেশের বিরুদ্ধে। এছাড়া কোনও ম্যাচে ভারত হারেনি। স্বাভাবিক ভাবেই এই ম্যাচে পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে নামছেন রোহিতরা। পাশাপাশি এও বলে রাখা ভালো, শাকিবরা বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করলেও সেই ধারা তারা বজায় রাখতে পারেননি। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে।
এই পরিস্থিতিতে আজ ভারতের বিরুদ্ধে কিছুটা ব্যাকফুটেই নামছে বাংলাদেশ। তবে পুণের ব্যাটিং সহায়ক পিচ হওয়ায় টাইগাররা আশা করছেন যাতে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে পারলে বেশ কিছুটা রান করা যাবে। সেই আশায় মেতে বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু তার জন্য যে প্রস্তুত রয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা, সেটা ভুলে গেলে চলবে না। কারণ এই মুহূর্তে ভারতীয় বোলাররাও দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিশেষ করে সিরাজ, বুমরাহ দুজনেই। বাংলাদেশের বিরুদ্ধে যে তারাও গর্জে উঠবেন তা বলার অপেক্ষা রাখে না।
পুণের পিচ যেহেতু ব্যাটিং সাহয়ক, তাই এখানে টস খুব গুরুত্বপূর্ণ। প্রথমে যদি ব্যাট করা যায় তাহলে বড় রান হতে পারে। টিম ইন্ডিয়াও চাইবে প্রথমে ব্যাট করে বড় রান তুলতে। আজ সেই টার্গেট নিয়েই এমসিএ স্টেডিয়ামে নামবেন রোহিতরা। এই মুহূর্তে রোহিত শর্মাও দুর্দান্ত ফর্মে রয়েছেন। আজ শাকিবদের বিরুদ্ধেও তিনি জ্বলে ওঠেন কিনা সেটাই দেখার বিষয়। তবে এই দলে খুব একটা পরিবর্তন করতে চাইবেন না রাহুল দ্রাবিড়। উইনিং কম্বিনেশনই বাংলাদেশের বিরুদ্ধে নামাতে পারেন তিনি।
গত ম্যাচে চোট পান বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে তিনি ভারতের বিরুদ্ধে মাঠে নামতেও পারেন। তবে পরপর দুই ম্যাচ হারা বাংলাদেশ ভারতের বিরুদ্ধে নামার আগে বেশ কিছুটা চাপে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত এবং বাংলাদেশের সম্ভাব্য একাদশ:-
ভারত- রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।
বাংলাদেশ- তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।