এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। টানা ৫ ম্যাচের মধ্য়ে প্রত্যেকটিতেই জয় পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। স্বাভাবিক ভাবেই নক আউটে যাওয়ার রাস্তায় অনেকটাই এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। হাতে মাত্র আর কয়েকটি ম্যাচ। তারপরই শুরু হয়ে যাবে নক আউট পর্ব। তবে এবারের বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট দলগুলির মধ্য়ে প্রথমের দিকেই রয়েছে। এমনকী তাদের পারফরম্যান্সও ঠিক তেমনটাই বলছে।
প্রথম ম্যাচ থেকেই তারা দাপট দেখিয়ে আসছে। এমনকী গত ম্যাচে অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধরমশালাতেও সেই ধারাবাহিকতা বজায় ছিল। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ ম্যাচে নামছে ভারত। লখনউয়ের একানা স্টেডিয়ামে বসছে এই ম্যাচের আসর। স্বাভাবিক ভাবেই এই ম্যাচকে ঘিরে উন্মাদনা বেশ রয়েছে।
এই মুহূর্তে ভারত দুর্দান্ত ফর্মে রয়েছে। পাশাপাশি গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মোটেই ফর্মে নেই। এখনও পর্যন্ত তারা এবারের বিশ্বকাপে ৫টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। পয়েন্ট তালিকায় একেবারে শেষে রয়েছে তারা। গতবারের চ্যাম্পিয়নদের এমন অবস্থা দেখে এটা বোঝা যাচ্ছে, এবারের বিশ্বকাপে তারা মোটেই ছন্দে নেই। শুধু তাই নয়, আজকের এই ম্যাচেও বিপক্ষের থেকে অনেকটাই পিছিয়ে নামছে। ইতিমধ্যেই বিশ্বকাপ অভিযান কার্যত শেষ করে ফেলেছেন ইংরেজরা। পরপর ম্যাচ জিতলেও নক আউটে যাওয়ার আর কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের কাছে অনেকটাই সহজ প্রতিপক্ষ বলা চলে। যদিও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাবেন। কিন্তু ঘরের মাঠে যে ভারত বাঘ তা তারা ভালো করেই জানেন। আক্ষরিক অর্থে এই ম্যাচ ইংল্যান্ডের কাছে নিয়মরক্ষার ছাড়া আর কিছুই বলা যায় না। অন্যদিকে ভারত তার নক আউট পাকা করতে মরিয়া। ইতিমধ্যেই নক আউটের দৌড়ে রয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে সামনের দিকে আরও কিছুটা এগিয়ে যেতে মরিয়া তারা। তবে এই ম্যাচে দলে খুব একটা পরিবর্তন আনতে চাইবেন না কোচ রাহুল দ্রাবিড়। গত ম্যাচে ফেরা মহম্মদ শামিও দুর্দান্ত ফর্মে রয়েছেন। পাশাপাশি অশ্বিনকে খেলানো হবে কিনা তা নিয়েও একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই মুহূর্তে বেশ ছন্দেই রয়েছে ভারত। তবে ধাক্কা খাওয়া ইংল্যান্ড দলে পরিবর্তন দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত এবং ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:-
ভারত- রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড- জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জোস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ।