এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ভারত গ্রুপ পর্বের কোনও ম্যাচ না হেরে নকআউটে জায়গা করে নেয়। সেমিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০০৩ সালে শেষবার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। কিন্তু সেই ম্যাচ জিততে পারেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। খেতাবের কাছে পৌঁছে গিয়েও হাতছাড়া করতে হয়।
এবার ভারতীয় দলের কাছে বদলার লড়াই। ২০ বছর পর অজিদের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে মেন ইন ব্লু। তাই রোহিত শর্মা চাইবেন ২০০৩ বিশ্বকাপের বদলা নিতে। শেষবার ২০১১ সালে বিশ্বকাপ পায় ভারত। সেই সময় অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ফলে রোহিতের সামনে ধোনি হওয়ার সুযোগ থাকছে। এবারের বিশ্বকাপে এমনিতেই দুর্দান্ত ফর্মে রয়েছে রোহিতের দল। আত্মবিশ্বাস তুঙ্গে বলা চলে।
তবে এই ফাইনালে নামার আগে একটি গুঞ্জন উঠেছে। ভারতীয় দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ফাইনাল ম্যাচে ভারতীয় দলে পরিবর্তন আনতে চলেছেন রাহুল দ্রাবিড়। কারণ হিসাবে উঠে এসেছে, আমদাবাদের ২২ গজ। কারণ যে পিচে ফাইনাল খেলা হবে তাতে বল টার্ন করবে। অর্থাৎ স্পিনাররা সাহায্য পাবে। সেই সঙ্গে বল বাউন্সও করবে নাকি। ঠিক সেই কারণেই শোনা যাচ্ছে সিরাজকে সম্ভবত বসানো হতে পারে। তাঁর পরিবর্তে খেলতে পারেন অশ্বিন। এবারের বিশ্বকাপে এই সিনিয়র স্পিনার একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। তারপর আর সুযোগ পাননি। যদি ভারতীয় দলে অশ্বিন আসেন তাহলে সত্যি অবাক হওয়ার থাকবে। কারণ ফাইনালে এসে দলের কম্বিনেশন ভাঙতে চাইবেন না রাহুল দ্রাবিড়। এছাড়া ভারতীয় দলে আর কোনও চমকের কিছু নেই।
এবারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি অস্ট্রেলিয়ার জন্য। কারণ তারা প্রথম দুই ম্যাচ হারার ফলে পয়েন্ট টেবিলের একেবারে শেষে জায়গা করে নেয়। কিন্তু সেখান থেকে তারা ঘুরে দাঁড়ায়। এই মুহূর্তে ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে প্রতি ম্যাচেই তারা দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে। ম্যাচের আগেরদিন পিচ দেখতে দেখতে দেখা গেল প্যাট কামিন্সকে। ছবিও তুলে রাখেন তিনি। স্পিন সহায়ক উইকেট হওয়ায় অ্যাডাম জাম্পার মতো স্পিনার রয়েছে, যারা ভারতকে চাপে ফেলতে পারে। তবে তারা দলে কোনও রকম সম্ভবত পরিবর্তন আনবেন না। কারণ তারা ভালো করেই জানে, হাতে অতিরিক্ত স্পিনার রয়েছে। তাই কোনও রকম পরিবর্তন না নিয়েই ভারতকে রুখে দিতে প্রস্তুতি অজিরা।