অসুস্থতা কাটিয়ে ফের একবার নিজের পায়ে উঠে দাঁড়িয়েছেন বিনোদ কাম্বলি। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যার সঙ্গে যুদ্ধ করছেন এই প্রাক্তন ক্রিকেটার। শোনা যাচ্ছিল মদ্যপানের আসক্তি তাঁকে শেষ করে দিচ্ছিল ধীরে ধীরে। এরকম পরিস্থিতিতে কয়েকদিন আগে হঠাৎ শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তারপর সুস্থ হয়ে ওঠার পর এটিই ছিল তাঁর প্রথম জনসমক্ষে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পঞ্চাশতম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিনোদ কাম্বলি। সেখানে তাঁর সঙ্গে দেখা যায় ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের আরও এক চর্চিত নামকে। পৃথ্বী শ-কে মঞ্চ ভাগ করে নিতে দেখা যায় কাম্বলির সঙ্গে।
এই মুহূর্তে ক্রিকেটে একদমই সময় ভালো যাচ্ছে না পৃথ্বীর। তাঁর বিরুদ্ধে উশৃঙ্খল জীবনযাপন করা সহ নানা অভিযোগ উঠেছে। যেই কারণে বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। শুধু তাই নয়, এক সময়ে সচিনের সঙ্গে তুলনা করা পৃথ্বী IPL ২০২৫-এর নিলামের অবিক্রিত থাকেন।সৌদির জেড্ডায় IPL-এর মেগা অকশন আয়োজিত হয়েছিল এবার। সেখানে উপস্থিত ছিলেন রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়ের মতো পৃথ্বীর প্রাক্তন কোচরা। কিন্তু কেউ তাঁর জন্য বিড করেননি। যা যথেষ্ট হতাশজনক বিষয় এই তরুণ ক্রিকেটারের জন্য। এরপর রঞ্জি ট্রফিতেও মুম্বই দল থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। যা পৃথ্বীর জন্য আরও কঠিন চ্যালেঞ্জ তৈরি করে। মুস্তাক আলি ট্রফিতেও রান করতে ব্যর্থ হয়েছেন তিনি।
অন্যদিকে, ২০২৪-এর শেষ দিকে বেশ উদ্বেগ দেখা গিয়েছিল বিনোদ কাম্বলির শারীরিক পরিস্থিতি নিয়ে। কাম্বলির অবস্থা গুরুতর হয়ে ওঠায় তাঁকে থানের আকৃতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের চিফ ইনটেনসিভিস্ট, ডাঃ বিবেক দ্বিবেদী, কাম্বলির স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট দিয়েছিলেন। যা চিন্তার ভাঁজ ফেলেছিল তাঁর অনুরাগীদের মনে। তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। ওয়াংখেড়ের অনুষ্ঠানে কাম্বলি, পৃথ্বী ছাড়াও উপস্থিত ছিলেন সুনীল গাভাসকর সহ মুম্বইয়ের প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়রা। সেখানে গাভাসকরের পা ছুঁয়ে প্রণাম করেন কাম্বলি। প্রসঙ্গত, বিনোদ কাম্বলি, ১৯৯৩-২০০০ সাল পর্যন্ত ভারতের হয়ে ১৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ানডে খেলেছিলেন। সচিনের ছোটবেলার বন্ধু তিনি। ক্রিকেট শুরু করেছিলেন একই সঙ্গে। তবে পরবর্তীতে খেলার দুনিয়া থেকে হারিয়ে যান কাম্বলি। সম্প্রতি কোচ রমাকান্ত আচরেকারের স্মৃতিসৌধের উদ্বোধন অনুষ্ঠানে কাম্বলি এবং সচিনকে দেখা যায় একসঙ্গে।