বিজয় হাজারে ট্রফির গ্রুপ ‘ই’-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলা ও ত্রিপুরা। তবে এই ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গেল। এর ফলে বাংলা ও ত্রিপুরা দু দলের পকেটেই দুই পয়েন্ট করে এল। এর ফলে বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বে ‘ই’ গ্রুপে দুই ম্যাচের পরে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে। এবং ত্রিপুরা তিন ম্যাচের শেষে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে।
আরও পড়ুন… আমি চাই না কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলুক: কপিল দেবকে জবাব দিলেন অশ্বিন
এদিনের বাংলা বনাম ত্রিপুরার ম্যাচটি হায়দরাবাদের নেক্সজেন ক্রিকেট মাঠে খেলা হয়েছিল। বৃষ্টির কারণে বাংলা বনাম। ত্রিপুরা ম্যাচটি ২৫ ওভারে সংক্ষিপ্ত করা হয়েছিল। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল বাংলা। প্রথমে ব্যাট করতে নেমে ২৫ ওভারে সাত উইকেটে ২০১ রান তোলে ত্রিপুরা। এই সময়ে শুরুটা ভালো করেছিল বাংলা। মাত্র ৩৫ রানের মধ্যেই ত্রিপুরার তিন উইকেট শিকার করে নিয়েছিল বাংলা। বিক্রমকুমার দাস চার রান, বিশাল ঘোষ চার রান ও সৃদাম পাল ১ রা করে সাজঘরে ফিরে যান।
আরও পড়ুন… দূরে থাকলেও তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে: ছেলে জোরাভারের জন্মদিনে শিখর ধাওয়ানের বিশেষবার্তা
এরপরে অবশ্য জিয়নজোৎ সিং ও দলের ক্যাপ্টেন মনদীপ সিং ইনিংসের হাল ধরেন। মনদীপ মাত্র ৫৬ বলে ৯৪ রানের ইনিংস খেলেন। ওপেনার জিয়নজোৎ সিং ৪৯ বলে ৫৯ রান করেন। মাত্র ৬ রানের জন্য নিজের শতরান মিস করেন মনদীপ সিং। তবে এই দুই ক্রিকেটারের ইনিংসের ফলে ত্রিপুরা ২৫ ওভারে ২০১ রান তুলে ফেলে। এই সময়ে বাংলার সায়ন ঘোষ পাঁচ ওভারে ৩৩ রান খরচ করে ২ উইকেট শিকার করেন। এছাড়া মুকেশ কুমার ও কৌশিক মাইতি একটি করে উইকেট নেন। এই ম্যাচ বাংলা দলের ফিল্ডাররা ত্রিপুরার তিন ব্যাটারকে রান আউট করেন।
আরও পড়ুন… ও ঠিক বাদ পড়েনি আসলে... সমালোচনার মুখে গিলের দলে না থাকা নিয়ে আমতা আমতা করে সাফাই নায়ারের
২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলা দল। মাত্র ৩২ রানে দুই উইকেট হারিয়েছিল তারা। অভিষেক পোড়েল ১৩ বলে ১৭ রান করে অভিজিত সরকারের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপরে সুদীপ কুমার ঘরামি ৬ বলে ১১ রান কর অজয় সরকারের শিকার হন। ৬.২ ওভারে বাংলার রান যখন ৪২ তখন ফের বৃষ্টি শুরু হয়। এরপরে আর ম্যাচটিকে শুরু করা যায়নি। ফলে ম্য়াচটি থেকে কোনও ফল পাওয়া যায়নি। এই সময়ে ম্যাচটি থেকে দুই দলকে ২ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।