রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন। এটি হবে তাঁর ৩০০তম ওয়ানডে ম্যাচ (ODI)। এই কৃতিত্ব অর্জন করা সপ্তম ভারতীয় ক্রিকেটার হবেন ‘কিং কোহলি’। এর আগে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি-সহ একাধিক কিংবদন্তি এই মাইলফলক ছুঁয়েছেন।
বিরাট কোহলির অবদান নিয়ে কেএল রাহুলের প্রশংসা
কোহলির এই বিশাল অর্জনকে সম্মান জানিয়ে ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul) বলেছেন যে, কোহলির ভারতীয় ক্রিকেটে প্রভাব এতটাই বিশাল যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champions Trophy 2025)-এর নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কেএল রাহুল বলেন, ‘৩০০ ওয়ানডে ম্যাচ অনেক বড় সংখ্যা। বিরাট ভারতীয় ক্রিকেটের এক মহান সেবক। তাঁর ক্রিকেট কেরিয়ারের মাহাত্ম্য বোঝাতে শব্দ কম পড়ে যায়।’
আরও পড়ুন … ভিডিয়ো: বেহাল পাকিস্তান! জল বের করতে গিয়ে ধড়াম করে পড়লেন মাঠকর্মী, হতবাক অজি খেলোয়াড়রা
সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি (Century)-র প্রশংসা করে কেএল রাহুল বলেন, ‘খুব ভালো লাগছে যে শেষ ম্যাচে তিনি শতরান করেছেন। এত বড় মাপের ব্যাটসম্যানের জন্য এটি প্রয়োজন ছিল। এটি একটি ম্যাচ-জেতানো ইনিংস ছিল।’
ফর্মে আছেন দলের ব্যাটসম্যানরা
রাহুল আরও জানান, সিনিয়র ক্রিকেটারদের ফর্ম দলের জন্য অত্যন্ত ইতিবাচক। কেএল রাহুল বলেন, ‘রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন গিল (Shubman Gill) ও বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং করছেন। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন।’
আরও পড়ুন … মহামেডান ড্র করায় প্লে-অফের লড়়াইয়ে ধাক্কা খেল ইস্টবেঙ্গল, মোহনবাগান হারলেও কি লাভ হবে?
রোহিত-কোহলির কাছ থেকে আরও শতরানের প্রত্যাশা করা হচ্ছে
রাহুল আশা প্রকাশ করেন যে, বিরাট কোহলি ও রোহিত শর্মা আরও বহু শতরান করবেন এবং তাঁদের অভিজ্ঞতা বড় ম্যাচগুলিতে দলকে সাহায্য করবে। কেএল রাহুল বলেন, ‘বিরাট আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বড় ম্যাচগুলিতে আমরা সবসময় বিরাট ও রোহিতের ওপর ভরসা রাখি। তাঁরা দীর্ঘদিন ধরে দলের দায়িত্ব পালন করছেন। আশা করি, ভবিষ্যতে তাঁদের থেকে আরও শতরান ও অসাধারণ ইনিংস দেখতে পাব।’
আরও পড়ুন … ফের কলকাতায় আসবেন লিওনেল মেসি! শতদ্রু দত্তের পোস্টের পরেই শুরু জল্পনা
পন্তের সঙ্গে নিজের প্রতিযোগিতা নিয়ে কী বললেন রাহুল?
কেএল রাহুল স্বীকার করেছেন যে কোচ এবং অধিনায়কের জন্য সবসময় পন্তকে তাঁর আগে খেলানোর একটি প্রলোভন ছিল। তিনি বলেন, ‘হ্যাঁ, প্রতিযোগিতা অবশ্যই আছে, আমি মিথ্যা বলব না। ও নিঃসন্দেহে একজন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। ও আমাদের সকলকে দেখিয়েছে যে ও কী করতে পারে, কতটা আক্রমণাত্মক এবং কীভাবে দ্রুত ম্যাচের গতি বদলাতে পারে।’
সেমিফাইনালের আগে ভারতের গ্রুপ ‘এ’-র পরিস্থিতি
ভারত ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে কোয়ালিফাই করেছে, তবে নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচের ফলের উপর নির্ভর করবে গ্রুপ এ (Group A)-তে ভারতের চূড়ান্ত অবস্থান। এরপরেই ঠিক হবে সেমিফাইনালে কোন দলের বিরুদ্ধে ভারত খেলতে নামবে।