টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে। আর সেই দেশের রাজধানীর নাম দেওয়া হয়েছে কলকাতায় জন্মগ্রহণ করা এক ব্যক্তির নামে। সেই দেশটা হল পাপুয়া নিউগিনি। প্রশান্ত মহাসাগরের সেই দ্বীপরাষ্ট্রের রাজধানী পোর্ট মোরসবির নামকরণ করা হয়েছে অ্যাডমিরাল স্যার ফেয়ারফ্যাক্স মোরসবির নামে। তিনি ১৭৮৬ সালের ২৯ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে ইংল্যান্ডে চলে গেলেও কলকাতার যোগসূত্রটা থেকেই গিয়েছে। উল্লেখ্য, গত বছর পাপুয়া নিউগিনিতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি পাপুয়া নিউগিনিতে গিয়েছিলেন। তখন বিমানবন্দরেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে।
কীভাবে পোর্ট মোরসবির নামকরণ হয়েছিল?
তবে পোর্ট মোরসবির নামকরণ করেননি ফেয়ারফ্যাক্স মোরসবি। নামকরণ করেছিলেন তাঁর ছেলে ক্যাপ্টেন জন মোরসবি। প্রথম ইউরোপিয়ান হিসেবে ১৮৭৩ সালে তিনি সেই বন্দরে গিয়েছিলেন। আর বাবার নামেই বন্দরের নামকরণ দিয়েছিলেন পোর্ট মোরসবি। পরবর্তীতে সেই নামটাই রয়ে গিয়েছে।
‘কলকাতার ছেলে’ ফেয়ারফ্যাক্স মোরসবি
ফেয়ারফ্যাক্সের বাবা ভারতে নাবিক ছিলেন। বাবার পথেই হেঁটেছিলেন ফেয়ারফ্যাক্স। ছেলেবেলায় রয়্যাল নেভিতে যোগ দিয়েছিলেন। ১৮০৬ সালে তাঁকে লেফটেন্যান্ট করা হয়েছিল। ১৮১১ সালে হয়েছিলেন কম্যান্ডার এবং ১৮১৪ সালে হয়েছিলেন ক্যাপ্টেন। ফরাসিদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ানদের সাহায্য করেছিলেন। ক্রমশ তাঁর পদোন্নতি হয়েছিল। রিয়ার অ্যাডমিরাল, ভাইস অ্যাডমিরাল, অ্যাডমিরাল, অ্যাডমিরাল অফ দ্য ফ্লিটও হয়েছিলেন ফেয়ারফ্যাক্স। ১৮৭৭ সালের ২১ জানুয়ারি শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন।
আরও পড়ুন: T20 WC 2024 WI vs PNG: আমরা আমাদের ৬০-৭০ শতাংশ ক্রিকেট খেলেছি- কেন এমন বললেন রোভম্যান পাওয়েল?
স্বাধীন দেশ পাপুয়া নিউগিনি ও রাজধানী পোর্ট মোরসবি
১৮৮৪ সালে পোর্ট মোরসবি এবং সংলগ্ন অঞ্চলকে ব্রিটেনের আশ্রিত রাজ্যের তকমা দেওয়া হয়েছিল। ১৯৪৫ সাল থেকে পাপুয়া নিউগিনির প্রশাসন চালাতে শুরু করেছিল অস্ট্রেলিয়া। ব্রিটিশের আশ্রিত রাজ্য পাপুয়া এবং জার্মানির পুরনো উপনিবেশ নিউ গিনিকে মিলিয়ে যে পাপুয়া নিউগিনি হয়েছিল, সেটার প্রশাসন অস্ট্রেলিয়া চালাত। শেষপর্যন্ত ১৯৭৫ সালের ১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার থেকে স্বাধীনতা লাভ করেছিল পাপুয়া নিউগিনি। নয়া দেশের রাজধানীর নাম হয়েছিল পোর্ট মোরসবি।
আরও পড়ুন: Namibia vs Oman: T20 WC 2024-এর তৃতীয় ম্যাচেই সুপার ওভার, ১২ বছর পর আবার এমনটা হল
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনি
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে পাপুয়া নিউগিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরে গিয়েছে। গায়ানায় প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৩৬ রান করেছিলেন। জবাবে ১৯ ওভারেই সেই রানটা তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়েস্ট ইন্ডিজকে যথেষ্ট বেগ দিয়েছিল পাপুয়া নিউগিনি। আর সেই ম্যাচের পরে গ্রুপ 'সি'-তে এক নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। একটি ম্যাচের ঝুলিতে আছে দুই পয়েন্ট। দুইয়ে আছে পাপুয়া নিউগিনি। গ্রুপের বাকি তিনটি দল (আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং উগান্ডা) এখনও ম্যাচ খেলেনি।