রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া, ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনাল লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ২০২৪ সালের পর, হিটম্যানের নেতৃত্বে আরও একটি আইসিসি টুর্নামেন্টের শিরোপা জয়ের প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া। দ্য মেন ইন ব্লু টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। তবে এটা ঠিক যে, ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ হবে না।
আরও পড়ুন: ওকে সব সময়ে চাপে রাখা হচ্ছে… রাহুল প্রসঙ্গে গম্ভীর, রোহিতকে একেবারে ধুইয়ে দিলেন কুম্বলে
একজন নেতা হিসেবে রোহিত শর্মা নিঃসন্দেহে সফল। তবে প্রায় সময়েই ফিটনেস নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। আর এই নিয়ে সম্প্রতি নতুন করে বিতর্ক মাথা চারা দিয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের এক নেত্রী শামা মহম্মদ ভারত অধিনায়কের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি একটি পোস্টে রোহিতকে ‘মোটা’ ও ‘ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন’ বলেছেন। যার পর বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। এখনও সেই বিতর্কে ধামাচাপা পড়েনি।
যাইহোক এই বিতর্কে এবার রোহিতের পাশে দাঁড়িয়ে জাতীয় দলের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব সরব হয়েছেন। তিনি হিটম্যানের অবদানের প্রশংসা করেছেন এবং তাঁর ফিটনেস নিয়ে যাবতীয় উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। বরং তিনি দাবি করেছেন, রোহিতের অধিনায়কত্বের রেকর্ডই সব সমালোচনার জবাব দেয়।
সূর্য বলেছেন, ‘আপনি যদি একজন অধিনায়ক হিসেবে ওর রেকর্ড দেখেন, গত চার বছরে ও দলকে চারটি আইসিসি ট্রফির ফাইনালে নিয়ে গেছে, এটি একটি বড় বিষয়। একজন মানুষ যদি ১৫-২০ বছর ধরে ক্রিকেট খেলে, সেটা বড় কথা। আমি জানি, ওর জন্য ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ। আমি ওকে ঘনিষ্ঠ ভাবে দেখেছি, ও খুব কঠোর পরিশ্রম করে- আমার মতে, ও শীর্ষে রয়েছে এবং আমি ওকে ফাইনালের জন্য শুভকামনা জানাই।’
আরও পড়ুন: ওদের দিকে টাকা ছুড়ে দিন,সব করবে… বিশ্রী ভাষায় আক্রম আর ইউনিসকে আক্রমণ করলেন প্রাক্তন পাক অধিনায়ক
রোহিতের নেতৃত্বে, ভারত ধারাবাহিক ভাবে আইসিসি-র বড় ইভেন্টগুলিতে ভালো পারফরম্যান্স করছে। পাশাপাশি রোহিতের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত ১১ বছরের আইসিসি টুর্নামেন্টে শিরোপার খরা কাটিয়ে উঠেছে।
রোহিত শর্মার অধিনায়ক থাকা নিয়ে জল্পনা
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের উপর ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নির্ভর করছে। টাইমস অফ ইন্ডিয়ার মতে, আগামী সপ্তাহে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। বিসিসিআই এমন একজন অধিনায়ক চাইছে, যিনি আগামী দু'বছর দলকে নেতৃত্ব দিতে পারবেন। ওডিআই এবং টেস্ট ক্রিকেটে রোহিতের পরিবর্ত খোঁজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা দুবাইতে ৯ মার্চ কিউয়িদের বিরুদ্ধে ফাইনালের পরে কেন্দ্রীয় চুক্তি ঘোষণার জন্য অপেক্ষা করছে।