রঞ্জি ট্রফি ২০২৪-২৫ মরশুমে রেকর্ড ৪৩তম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই। তবে সেমিফাইনালে বিদর্ভের কাছে ৮০ রানে পরাজিত হয়ে তাদের অভিযান শেষ হয়ে যায়। এই আসরে মুম্বইয়ের হয়ে একাধিক আন্তর্জাতিক তারকা খেলেছেন। এর কারণ হল বিসিসিআই (BCCI) নির্দেশ দিয়েছিল যে, ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে হলে খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। মুম্বই দলে ছিলেন রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, সূর্যকুমার যাদব ও শিবম দুবে।
তারা অটোগ্রাফ দিতে ব্যস্ত ছিল - রোহিত শর্মাদের সমালোচনায় সঞ্জয় পাটিল
কিন্তু মুম্বই দলের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল আন্তর্জাতিক খেলোয়াড়দের পারফরম্যান্স ও মনোভাব দেখে একেবারেই সন্তুষ্ট হননি। রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, সূর্যকুমার যাদব ও শিবম দুবেদের তীব্র সমালোচনা করে সঞ্জয় পাটিল বলেন, ‘তারা শুধু অটোগ্রাফ দিতে ব্যস্ত ছিল।’
আরও পড়ুন … চলতি বছরের সেপ্টেম্বরেই তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান! জেনে নিন পুরো বিষয়
এক সাক্ষাৎকারে স্পোর্টস্টারকে দেওয়া বক্তব্যে সঞ্জয় পাটিল জানান, মুম্বইয়ের হয়ে আন্তর্জাতিক তারকাদের খেলার ধরণ তাঁকে চরমভাবে হতাশ করেছে। তিনি মনে করেন, তারা যথেষ্ট উদ্যম ও নিবেদন দেখাননি এবং মাঠে থাকার চেয়ে অটোগ্রাফ দেওয়া নিয়েই তারা বেশি খুশি ছিলেন।
তারা যেভাবে খেলেছে, তা দেখে আমি ভীষণ হতাশ- সঞ্জয় পাটিল
সঞ্জয় পাটিল বলেন, ‘রঞ্জি ট্রফিতে তারা যেভাবে খেলেছে, তা দেখে আমি ভীষণ হতাশ। এটা একেবারেই টেস্ট খেলোয়াড়দের মতো নয়। আমাদের সিনিয়রদের কাছ থেকে যে ধরনের দায়বদ্ধতা দেখেছি, বর্তমান প্রজন্মের কাছ থেকে তা একেবারেই আসেনি। যদি আপনি শুধু দলে যোগ দিয়ে অটোগ্রাফ দিতে ব্যস্ত থাকেন, তাহলে সেটাই আপনাকে বুঝিয়ে দেয় আপনি আসলে কী চান!’
আরও পড়ুন … CT 2025: কলকাতার ধোঁয়া ছিল নাকি, লাহোরের আলো ঠিক আছে তো? ইংরেজরা ছিটকে যেতেই কটাক্ষ সানির
সূর্য-শিবমের জন্য হেরেছে মুম্বই- সঞ্জয় পাটিল
সেমিফাইনাল পরাজয়ের জন্য আন্তর্জাতিক তারকাদের দুষলেন দলের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল। সেমিফাইনালে বিদর্ভের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ও শিবম দুবে একেবারেই ব্যর্থ হন। সঞ্জয় পাটিল মনে করেন, এই দুই তারকার বাজে পারফরম্যান্সই মুম্বইয়ের পরাজয়ের মূল কারণ। সঞ্জয় পাটিল বলেন, ‘এটাই ছিল বিদর্ভ ও মুম্বইয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। জেতার ক্ষুধা ও লড়াইয়ের মানসিকতা আমাদের দলে ছিল না, বিশেষ করে রঞ্জি ট্রফির দ্বিতীয়ার্ধ থেকে। আমি সব বড় খেলোয়াড়দের পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ, যার মধ্যে সূর্যকুমার যাদবও রয়েছে।’
আরও পড়ুন … ভিডিয়ো: সীমান্তে শান্তি চাই! ভারত-পাক সিরিজ নিয়ে আক্রমদের সামনে চাঁচাছোলা জবাব গাভাসকরের