Chennai Super Kings failure reason: চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএল ২০২৫-এ টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। গত শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ১৭ বছরের মধ্যে প্রথমবার হোম গ্রাউন্ডে হারার পর, রবিবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ছয় রানের ব্যবধানে পরাজিত হয়েছে CSK। প্রাক্তন CSK ব্যাটসম্যান অম্বাতি রায়ডুর মতে, দুর্বল ফিল্ডিংয়ের কারণেই টানা দুটি ম্যাচে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খুব সামান্য পার্থক্যই দুই দলকে আলাদা করেছে। অম্বাতি রায়ডুর মতে, রাজস্থান রয়্যালস তাদের সুযোগগুলো ভালোভাবে কাজে লাগিয়েছে, যেখানে CSK বেশ কিছু ভুল করেছে। বিশেষ করে, স্ট্যান্ড-ইন অধিনায়ক রিয়ান পরাগের অসাধারণ ক্যাচটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করেন তিনি। সেই ক্যাচে আউট হন শিবম দুবে, যিনি তখন দারুণ ফর্মে ছিলেন।
আরও পড়ুন … শেষ পাঁচ বছরে CSK ১৮০-এর বেশি রান তাড়া করতে পারেনি… ধোনির ফিনিশিং দক্ষতা নিয়ে সেহওয়াগের সমালোচনা
ছোট ছোট বিষয়গুলো অনেক বড় প্রভাব ফেলে- অম্বাতি রায়ডু
অম্বাতি রায়ডু জিওহটস্টারে বলেন, ‘যখন আপনি এমন প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেন, তখন ছোট ছোট বিষয়গুলো অনেক বড় প্রভাব ফেলে। এই ম্যাচে আমরা কয়েকটি অবিশ্বাস্য ক্যাচ দেখেছি—এটা খুব একটা দেখা যায় না! অন্যদিকে, চেন্নাই সুপার কিংস মোটেও ভালো ফিল্ডিং করেনি, হয়তো এক-দুইবার ব্যতিক্রম ছিল। রাজস্থান রয়্যালস মাঠে পুরোপুরি তৈরি ছিল, যা প্রমাণ করে যে ফিল্ডিং শুধু তরুণ দলের জন্য নয়—এটা আগেভাগে প্রস্তুতি এবং সচেতনতার ব্যাপার। রিয়ান পরাগের ক্যাচ, যখন শিবম দুবে সেট হয়ে গিয়েছিলেন, সত্যিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।’
আরও পড়ুন … রুতুরাজ বড্ড ‘একগুঁয়ে’… RR বিরুদ্ধে হারতেই CSK অধিনায়ককে একহাত নিলেন মনোজ তিওয়ারি
‘CSK-এর কিছু ভুল দেখা সত্যিই কষ্টকর ছিল’ -অম্বাতি রায়ডু
CSK-এর একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত রায়ডু স্বীকার করেছেন যে, দলের ফিল্ডিং দেখে তিনি অত্যন্ত হতাশ হয়েছেন এবং তিনি মনে করেন, দল পরিচালনাকে দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে। অম্বাতি রায়ডু বলেন, ‘চেন্নাই সুপার কিংস কখনও ফিল্ডিংয়ের জন্য পরিচিত ছিল না—হয়তো তাদের শুরুর দিনগুলোতে ছিল, কিন্তু এই মরশুমের প্রথম দুটি ম্যাচে তারা যেভাবে ফিল্ডিং করেছে, তা একেবারেই হতাশাজনক। সহজ ক্যাচ ফেলছে, আউটফিল্ডে প্রচুর ভুল করছে—এগুলো দ্রুত ঠিক করতে হবে। CSK-এর কিছু ভুল দেখা সত্যিই কষ্টকর ছিল।’
আরও পড়ুন … ভিডিয়ো: ধোনি আউট হতেই মহিলা ভক্তের অবাক করা প্রতিক্রিয়া! নেটিজেনরা বললেন, বাজারে নতুন মিম চলে এসেছে…