আইপিএলে কি ২০২৫ সালের পরও খেলবেন মহেন্দ্র সিং ধোনি? উত্তর দিয়ে দিলেন তিনিই। তবে মুখে নয়, টি শার্টের লেখার মাধ্যমেই তিনি হয়ত বোঝাতে চাইলেন প্রায় দুই দশকের বর্ণময় কেরিয়ারে অবশেষে জবনিকা পতন হতে চলেছে খুব শীঘ্রই। বুধবারই আইপিএলের আগে চেন্নাইতে পৌঁছে গেলেন এমএস ধোনি।
আরও পড়ুন-FIH Pro League-এ চমক ভারতের! প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী নেদারল্যান্ডসকে হারাল দীপিকারা
কেরিয়ার নিয়ে বার্তা দিলেন মাহি
বরাবরই মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ, বলা ভালো ক্রিকেট কেরিয়ার নিয়ে অনেকেই আগাম অনুমান করে থাকেন। কিন্তু এমএসডি কাউকেই কোনও আন্দাজ করতে দেননা। নিজের সিদ্ধান্ত তিনি হঠাৎ করেই নেন, যেমন ২০২০ সালের স্বাধিনতা দিবসের দিন নিয়েছিলেন। এবার তিনিই হয়ত ভক্তদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়ে দিলেন।
'ওয়ান লাস্ট টাইম', ধোনির বার্তা
মোর্স কোড অনুযায়ী এমএস ধোনির টি শার্টে লেখা ছিল ওয়ান লাস্ট টাইম। সেই শার্ট পড়েই তিনি চেন্নাইতে বুধবার পা রাখেন, আইপিএলের আগে দলের শিবিরে যোগ দিতে। সেখানে গিয়ে তিনি রুতুরাজ গায়েকওয়াড়, যিনি সিএসকের অধিনায়ক, তাঁর সঙ্গে দেখা করেন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গতবার ধোনির দল প্লে অফেও উঠতে পারেনি।
৪৪ বছরে(জুলাই) এসেও ফিটনেস ধরে রেখেছেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও প্রায় ৪৪ বছরে এসেও নিজের ফিটনেস ধরে রেখেছেন। তবে গতবার দলের পারফরমেন্স ভালো না হওয়ায় এবার ফের তিনি দলের হয়ে নামার চ্যালেঞ্জ নেন। তবে আনক্যাপড প্লেয়ার হিসেবে তিনি এবারে খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
গতবার ১৬১ রান করেন ধোনি
গতবার আইপিএলে ১৪টা ম্যাচেই খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। করেছিলেন ১৬১ রান। স্ট্রাইক রেট ছিল ২২০। তবে চোটের কারণে নিজেকে ব্যাটিং অর্ডারে অনেকটাই নিচে নামিয়ে আনেন ধোনি। তাই ছোট ছোট ক্যামিও খেলেই সন্তুষ্ট করেছিলেন ভক্তদের। ২২ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাইতে আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস। একই সঙ্গে এদিন প্রকাশ্যে এল চেন্নাই সুপার কিংসের একটি প্রোমো গান। যেখানে দেখা গেল স্বয়ং এমএস ধোনিকে।