শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটে সবেমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড দল। ঘরের মাঠে তারা এই সিরিজ জিতেছে। এই সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার খারাপ খবর এল নিউজিল্যান্ড দলের সমর্থকদের জন্য। তাদের অন্যতম সেরা পেসার কাইল জেমিসন চোটের কবলে পড়েছেন। চোট এতটাই গুরুতর যে ডাক্তারদের মতে অন্ততপক্ষে একটি বছর মাঠের বাইরে থাকতে হবে জেমিসনকে। বিশেষজ্ঞদের মতে জেমিসনের স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। তাঁর হাড়ে চিড় ধরেছে।
স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে তাঁর পিঠের হাড়ে চিড় ধরেছে। আর এই ‘স্ট্রেস ফ্র্যাকচার’ চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হবে নিউজিল্যান্ডের পেসারকে। মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের পর পিঠে ব্যথা অনুভব করেন জেমিসন। আর সেই কারণে হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি তিনি। এরপরেই তাঁর স্ক্যান করা হয়। স্ক্যানে তাঁর চোট ধরা পড়ে। উল্লেখ্য গত বছর এই পিঠেই ঠিক যে জায়গায় চোট পেয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন জেমিসন ঠিক সেই জায়গাতেই ফের চোট পেয়েছেন। ডাক্তারদের মতে চোট এক জায়গাতে লাগলেও কাইল জেমিসনের এই আঘাতটি নতুন। তবে এক্ষুনি অস্ত্রোপচারের আর প্রয়োজন নেই।
২৯ বছর বয়সী এই পেসার এবার রিহ্যাব শুরু করবেন। প্রসঙ্গত মাউন্ট মঙ্গানুই টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন জেমিসন। নিজের চোট নিয়ে বিবৃতিতে জেমিসন জানিয়েছেন, ‘সর্বশেষ কয়েকটি দিন আমার জন্য খুব চ্যালেঞ্জের ছিল। জীবনসঙ্গী, পরিবার, সতীর্থ এবং মেডিকেল দল আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। সে জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ক্রিকেটারের জীবনে চোট একটা বড় অংশ। আমরা সেটা জানি। আশা করি মাঠে খেলার জন্য সামনে আরও অনেক দিন পরে রয়েছে আমার জন্য। কীভাবে সেরে উঠব, সেটার পরিকল্পনা করেছি। এমন কিছু ধাপ আমাকে পাড়ি দিতে হবে, যা মানসিকভাবে চ্যালেঞ্জিং। শারীরিক অংশটি এই ক্ষেত্রে সামলানো সহজ। মেরুদন্ডকে পুনরায় ঠিক করতে বিশ্রাম নিতে হবে। অনেকটাই অটো পাইলট যেভাবে চলে সেভাবে এখন চলতে হবে আমাকে।’