শুভব্রত মুখার্জি:- আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল পাকিস্তান দল। বিশ্বকাপের প্রস্তুতি সারতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে গিয়েছেন বাবর আজমরা। সিরিজের শুরুটা অত্যন্ত বাজেভাবে হল পাকিস্তানের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক টানটান উত্তেজনার ম্যাচে পাঁচ উইকেটে হারতে হল তাদেরকে। ফলে আপাতত সিরিজে ১-০ ফলে পিছিয়ে পড়ল পাক দল।
এদিনের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাবর আজমের পাকিস্তান । অধিনায়কের অর্ধশতরানে ভর করে পাকিস্তান দল নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ৬ উইকেটে ১৮২ রান তোলে। শেষদিকে ঝোড়ো ইনিংস খেলেন ইফতিকার আহমেদ। এই রানের জবাবে ব্যাট করতে নেমে অ্যান্ড্রু বালবির্নি ৭৭ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। তাঁর ইনিংস আইরিশদের হয়ে জয়ের ভিত গড়ে দেয়। এমন অবস্থায় জর্জ ডকরেল (২৪), হ্যারি টেক্টরদের(৩৬) ছোট ছোট ইনিংসে ভর করে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আইরিশরা। এদিন পাকিস্তান দল ম্যাচ হারলেও বাবর নতুন এক নজির গড়ে ফেলেছেন। তিনি ৪৩ বল খেলে ৫৭ রান করেছেন। আর এই ইনিংস খেলে টি-২০ ফর্ম্যাটে যৌথভাবে সর্বোচ্চ ৩৮টি অর্ধশতরান করেছেন বাবর। তাঁর সমান ৩৮টি অর্ধশতরান রয়েছে কোহলির।
আরও পড়ুন… IPL 2024: আমি জানি আমায় আরও রিস্ক নিতে হবে- স্পিনারদের বিরুদ্ধে নতুন কৌশল তৈরি করেছেন কোহলি
বিরাট কোহলি ১০৯ ইনিংসে করেছেন এটি। আর বাবরের লেগেছে ১০৮টি ইনিংস । অর্থাৎ বাবরের চেয়ে একটি ইনিংস বেশি খেলেছেন কোহলি। আজ ওপেনিংয়ে রান পেয়েছেন সঈম আয়ুবও। ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন তিনি। আর শেষ দিকে ইফতিকার আহমেদ ১৫ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বেশ ভালো (১৮২ রান ২০ ওভারে) একটা জায়গায় পৌঁছে দেন। তবে দিনের শেষে পাকিস্তানকে ম্যাচ জেতাতে পারেনি তার ইনিংস।
আরও পড়ুন… ভিডিয়ো: শুনেছেন কি ধোনির স্তুতি! মাহির জন্য কবিতা লিখে গান গাইলেন Gangs of Wasseypur-এর এই অভিনেতা
এদিন ম্যাচের শেষ দুই ওভারে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। ক্রিজে ছিলেন ওপেনার অ্যান্ড্রু বালবির্নি ও অলরাউন্ডার গ্যারেথ ডেলানি। শাহিন শাহ আফ্রিদি ১৯তম ওভারটি বল করেন। দেন মাত্র আট রান। পাশাপাশি আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করা বালবির্নিকেও আউট করেন। ৭৭ রান করে বালবির্নি আউট হন।
আরও পড়ুন… ভিডিয়ো: পঞ্চাশ করেই মাঠের মাঝখানে গানশট সেলিব্রেশন করলেন রিলি রসউ, পালটা দিলেন বিরাট কোহলি
ম্যাচের শেষ ওভারটি করার দায়িত্ব দেওয়া হয় আব্বাস আফ্রিদিকে। শেষ ওভারে জিততে গেলে প্রয়োজন ছিল ১১ রান। যা আটকাতে পারেননি আব্বাস। শেষ ওভারে ১১ রান করে আয়ারল্যান্ডকে দুর্দান্ত জয় উপহার দিয়েছেন কার্টিস ক্যাম্ফার। ২০তম ওভারে প্রথম বল ও চার নম্বর বলে বাউন্ডারি মারতে সক্ষম হন ক্যাম্ফার। এরফলে ৫ উইকটে ম্যাচ জেতে আয়ারল্যান্ড। এদিনের জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আয়ারল্যান্ড।